বাংলারজমিন

চট্টগ্রামে সিরিয়াফেরত জঙ্গি আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৩ জুন ২০২১, রবিবার, ৮:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে শাখাওয়াত আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল ভোরে নগরীর খুলশীর আহ্‌লে হাদিস মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সিরিয়ায় প্রশিক্ষণ নেয়া আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বলে পুলিশের এই বিশেষ শাখার পক্ষ থেকে দাবি করা হয়। কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান, ২০১২ সালে ভায়রা মামুন এবং আরিফের সঙ্গে আনসার আল ইসলামে যোগ দেন শাখাওয়াত আলী।
পরে ২০১৭ তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়ায় ঢোকেন। জানা যায়, শাখাওয়াত আলী এইচটিএস নামে একটি গ্রুপের সশস্ত্র প্রশিক্ষণ শেষে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে তিনি তুরস্ক সীমান্ত দিয়ে ইন্দোনেশিয়া যান।
সেখান থেকে প্রথমে শ্রীলঙ্কা, পরবর্তীতে চলতি বছরের ২২শে মার্চ বাংলাদেশে ঢুকে আবারও জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আটক শাখাওয়াত আলী আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতো। সে সিরিয়ায় গিয়ে সশস্ত্র যুদ্ধ করেছে। এখন দেশে এসে জঙ্গিদের বিভিন্ন ধরনের সংবাদ আপলোড করা, প্রযুক্তিগত বিষয়গুলোতে সহায়তা করা এইগুলো ছিল তার কাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status