খেলা

বিশ্বের সংবাদমাধ্যমের চোখে ‘সাকিব-কাণ্ড’

স্পোর্টস ডেস্ক

১২ জুন ২০২১, শনিবার, ২:৫৭ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শুক্রবার আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ ম্যাচে মেজাজ হারান সাকিব আল হাসান। একবার স্টাম্পে লাথি মেরেছেন। আরেকবার মাঠে আছড়ে ফেলেন স্টাম্প। ওয়ানডের এক নম্বর তারকার এমন কাণ্ড উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। মাঠের এমন ঘটনার জন্য পরে ক্ষমাও চেয়েছেন সাকিব।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘ডিপিএলে রাগে এক ম্যাচে দুইবার স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান।’ ভারতের আনন্দবাজার শিরোনাম করেছে- ‘ফের বিতর্কে সাকিব, লাথি মেরে স্টাম্প ভাঙলেন, বিপক্ষ প্রশিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়ালেন।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম সাকিবের একটি ভিডিও আপলোড করেছে। ক্যাপশনে লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে দুইবার মেজাজ হারালেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব, রাগ ঝাড়লেন স্টাম্পের ওপর।’

খালিজ টাইম প্রকাশ করেছে সাকিবের ক্ষমা চাওয়ার সংবাদ। এনডিটিভি লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে আম্পায়ারের ওপর দুইবার খেপলেন সাকিব আল হাসান।’ এর  সঙ্গে ভিডিও সংযুক্ত করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status