বাংলারজমিন

শিবচরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

২০২১-০৬-১২

শিবচর উপজেলার প্রাণীসম্পদ প্রদর্শণী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ প্রদর্শণী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
শিবচর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শণীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রাণিসম্পদের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।
তিনি বলেন, 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শণীর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা এবং পরামর্শ ও চিকিৎসা গ্রহনের জন্য খামারিদের নিয়মিত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আসতে উদ্বুদ্ধ করা।

প্রদর্শণীতে অর্ধশত স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগী, কবুতর, টার্কি, অস্ট্রেলিয়ান ঘুঘুসহ নানা ধরনের পাখি প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও পশু-পাখির চিকিৎসা ও পরামর্শের জন্য ভেটেরিনারি চিকিৎসা ও ওষুধের স্টল রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status