খেলা

ডি ককের ছক্কার রেকর্ড, আবারও ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

১২ জুন ২০২১, শনিবার, ১২:১৬ অপরাহ্ন

প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। অপরাজিত ১৪১ রানের ইনিংস খেলার পথে ছক্কার রেকর্ড গড়েছেন প্রোটিয়া কিপার-ব্যাটসম্যান। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি ৭ ছক্কা হাঁকানো এবি ডি ভিলিয়ার্সের পাশে এখন ডি কক। ৩২২ রানে প্রথম ইনিংস শেষ হয় সফরকারীদের। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ। ৪ উইকেটে ৮২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনো ১৪৩ রানে পিছিয়ে থাকা ক্যারিবিয়ানদের চ্যালেঞ্জ ইনিংস হার এড়ানো।

সেন্ট লুসিয়ায় আগের দিনের ৪ উইকেটে ১২৮ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্রুতই ফেরেন ভ্যান ডার ডুসেন (৪৬ রান)। ডি ককের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ার পর ফেরেন ভিয়ান মুল্ডার (২৫ রান)। একপ্রান্তে একাই লড়াই করেছেন ডি কক। দ্রুত গতিতে তুলেছেন রান। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষের চার ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। ২২২ রানে ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ৩২২ রানের বড় সংগ্রহ পায় ডি ককের অবিশ্বাস্য ইনিংসে। ৪ উইকেট নেন জেসন হোল্ডার।

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কাগিসো রাবাদা ও এনরিখ নরতিয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮২ রানেই হারিয়েছে ৪ উইকেট। রোস্টন চেজ ২১ ও জার্মেইন ব্ল্যাকউড অপরাজিত ১০ রানে। ২টি করে উইকেট শিকার রাবাদা ও নরতিয়ের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status