বাংলারজমিন

মাজারে ছাগল নিয়ে তুলকালাম বিপাকে ভক্ত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

১২ জুন ২০২১, শনিবার, ৯:৩৮ অপরাহ্ন

 সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার সাতমাইল শাহ্‌ আবদুর রহীম (র.) মাজারে মানত করা ছাগল দিতে গিয়ে বিপাকে পড়েছেন এক ভক্ত। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। ওই ভক্তের নাম দোলন মিয়া। তিনি বিশ্বনাথ উপজেলার বাওনপুর গ্রামের বশির আহমদের ছেলে। গত বৃহস্পতিবার বিকালে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিলাল আলী নামের একজন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে মাজারে একটি ছাগল নিয়ে আসেন উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের দোলন মিয়া নামের এক ব্যক্তি। তিনি ছাগল নিয়ে আসার সঙ্গে সঙ্গে মাজারের খাদেম পরিচয় দানকারী আব্দুস শহীদ তার কাছ থেকে ছাগল নিয়ে তড়িঘড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। এ সময় মাজারের বর্তমান ক্যাশিয়ার নিজাম উদ্দিন মাজারে দানকৃত ছাগল আটক করে ছাগলের মালিকের কাছ থেকে জানতে চান, ছাগলটি মাজারে দান করেছেন নাকি শহীদকে দিয়েছেন? জবাবে দোলন মিয়া জানান, তিনি ছাগল মাজারে দিয়েছেন, কিন্তু কোনো ব্যক্তিকে দেননি। একথা বলার সঙ্গে সঙ্গে শহীদ নিজাম উদ্দিনের ওপর ক্ষেপে গিয়ে হামলা চালায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী একই গ্রামের মুরব্বি সিদ্দিক আলী জানান, জোরপূর্বক মাজারের দানকৃত ছাগল নিয়ে যাওয়ায় আব্দুস শহিদকে বাধা দেন নিজাম উদ্দিন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে মাজার নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। গত বৃহস্পতিবার মাজারের দানকৃত ছাগল নিয়ে তাদের মধ্যে এ ঘটনা ঘটেছে।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status