প্রথম পাতা

লাথি মেরে স্টাম্প উড়ালেন সাকিব

স্পোর্টস রিপোর্টার

১২ জুন ২০২১, শনিবার, ৯:৩৩ অপরাহ্ন

মোহামেডানের হয়ে চলতি প্রিমিয়ার লীগে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছিলেন না সাকিব আল হাসান। তার নেতৃত্বে দলও হারছে নিয়মিত । এরমধ্যে বায়ো বাবল ভেঙে বির্তকে জড়ান তিনি। সেই বির্তকের রেশ না কাটতেই আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন দেশ সেরা এই ক্রিকেটার। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন সেরা এই অলরাউন্ডার।
ঘটনার সূত্রপাত আবাহনীর রান তাড়ার পঞ্চম ওভারে। ১৪৬ রান তাড়ায় সাকিবের প্রথম ওভারে টানা দুই বলে ছক্কা-চার মারেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীম। ওই ওভারের শেষ বলে মুশফিকের প্যাডে লাগে বল। বোলার সাকিব আম্পায়ারের দিকে তাকিয়ে আবেদন করার দুই-তিন সেকেন্ড পার হয়েছে মোটে। আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না আসায় হুট করে যেন নিজেকে হারিয়ে ফেললেন সাকিব। আম্পায়ারের ঠিক সামনে লাথি দিয়ে এলোমেলো করে দিলেন স্টাম্প, উড়িয়ে দেন বেলস। এসময় আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে ক্ষীপ্ত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাকে। এই পর্ব চলে বেশ কিছুক্ষণ। নাটকের দ্বিতীয় পর্ব ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর। তখন বৃষ্টি শুরু হলে মাঠকর্মীদের দিকে ইশারায় কাভার আনতে বলেন আম্পায়ার মাহফুজুর রহমান। সাকিব তখন আবার আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন কিছু একটা। এরপর হুট করেই তিনটি স্টাম্পই তুলে আছড়ে মারেন মাটিতে। এবারও আম্পায়ারের সঙ্গে তর্ক হয় তার। এবার এক পর্যায়ে গিয়ে উপড়ে ফেলা স্টাম্পের একটি নিয়ে উল্টো করে আবার মাটিতে পোঁতার চেষ্টা করতে দেখা যায় তাকে।
ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টিতে গতকাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে এমন ঘটনার জন্ম দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। এই দুই ঘটনার পর বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় আবার তাকে দেখা যায় বিতর্কে জড়াতে। এবার আবাহনীর ড্রেসিং রুমের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় তাকে। এ সময় আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনকেও দেখা যায় সাকিবের দিকে তেড়ে যেতে। মোহামেডানের ক্রিকেটারদের কয়েকজন তখন থামান সাকিবকে। মাঠ ছাড়ার সময় মোহামেডানেরই শামসুর রহমান শুভ দৌড়ে আবাহনীর ড্রেসিং রুমের দিকে গিয়ে থামান সুজনকে।
ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সঙ্গে সাকিবের তর্কের ঘটনা নতুন নয়। ২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুরের হয়ে খেলার সময় আম্পায়ার তানভির আহমেদ একটি আবেদনে সাড়া না দিলে তার দিকে তেড়ে যান সাকিব, তর্ক করেন। চলতি ডিপিএলে এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন সাকিব। তার অনুশীলনের সময় মিরপুর ইনডোর স্টেডিয়ামে জৈব নিরাপত্তা বলয়ের ভেতর ঢুকে পড়ে বলয়ের বাইরে থাকা একজন। সেই ঘটনায় অবশ্য সাকিব ও মোহামেডানকে কেবল নোটিশ দিয়ে সতর্ক করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status