খেলা

কোপা আমেরিকা আয়োজনে আদালতের সম্মতি

স্পোর্টস ডেস্ক

১২ জুন ২০২১, শনিবার, ৯:২৫ অপরাহ্ন

বিষয়টি আদালতে পৌঁছার কারণে কোপা আমেরিকা আয়োজন নিয়ে গত দুই সপ্তাহ ধরে ছিল অনিশ্চয়তা । অবশেষে সব শঙ্কার ইতি ঘটেছে। নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে বিশ্বের প্রাচীন এই ফুটবল আসর। রাজনৈতিক কারণে আয়োজক হিসেবে সরিয়ে দেয়া হয় কলম্বিয়াকে। যৌথ আয়োজক আর্জেন্টিনা বাদ পড়ে করোনা সংকটের দোহাই দিয়ে। নতুন আয়োজক হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলকে। তা নিয়ে ব্রাজিল জাতীয় দলের ফুটবলার এবং করোনায় পর্যুদস্ত দেশটির জনমনে ছিল ক্ষোভ। বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে ব্রাজিলের আদালত রায় দিয়েছেন কোপা আয়োজনের পক্ষে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।
করোনা মহামারির এই সময়ে কোপা আমেরিকা আয়োজনে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি, এমন অভিযোগ আনা হয়েছিল টুর্নামেন্টের বিরুদ্ধে। গণমাধ্যমে প্রধান বিচারপতি লুইস ফাক্স জানান, তিনি অনলাইনে ১১ সদস্যের আদালত বসিয়ে বিষয়টির শুনানি অনুষ্ঠিত করেন। আদালতে যুক্তি-তর্ক উপস্থাপন করেছে ব্রাজিলের জাতীয় মেটালওয়ার্কার্স ইউনিয়ন, কংগ্রেসের বিরোধীদলীয় সদস্য হুলিও দেলগাদো আর তার দল ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টি (পিএসবি)। মেটালওয়ার্কার্স ইউনিয়ন বলেছিল, কোপা আমেরিকা আয়োজনে ‘কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বাড়বে।’ তবে ১১ জন বিচারকের বেশিরভাগই এ টুর্নামেন্ট আয়োজনে বাধা দেখছেন না। তবে ব্রাজিল সরকারকে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারকরা।
মহামারির সময়ে যে কোনো টুর্নামেন্ট আয়োজনেই থাকে বাড়তি সতর্কতা। কোপা আমেরিকাও তার ব্যতিক্রম নয়। দর্শক থাকবে না মাঠে। ন্যুনতম জনবল দিয়ে হবে টুর্নামেন্টের সব কাজ। আর প্রতি দুই দিনে একবার করে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আয়োজক চার শহরে দলগুলো সফর করবে ভাড়া করা বিশেষ বিমানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status