বাংলারজমিন

গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে খুশি করতে সন্তান খুন পিতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১২ জুন ২০২১, শনিবার, ৯:১৪ অপরাহ্ন

 দ্বিতীয় স্ত্রীর মন জয় করতে নিজের ঔরসজাত সন্তানকে হত্যা করেছে গাজীপুরের এক পাষণ্ড পিতা। এ হত্যাকাণ্ডের ৩ মাস পর হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় ঘাতক পিতা বাবুল হোসেন আকন্দ (৪২) ও তার সহযোগী এমদাদুল (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল জেলার জয়দেবপুর থানাধীন পিরুজালী আকন্দ পাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে এবং তার সহযোগী এমদাদুল একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত পিতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে বাবুল বলেন, দ্বিতীয় স্ত্রীকে বেশি ভালোবাসার কারণে ও ক্রমাগত চাপের মুখে তাকে খুশি করতেই নিজের সন্তানকে হত্যা করেছি। পিতার হাতে হত্যার শিকার হতভাগ্য সন্তান বিপ্লব আকন্দ (১৪) পারিবারিক অশান্তির কারণে নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, চলতি বছরের ৮ই মার্চ রাতে ভিকটিম বিপ্লব আকন্দ মসজিদে নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার মা ছেলেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি। পরদিন ৯ই মার্চ ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন পিরুজালী বকচরপাড়া গ্রামের চালা জমির বাঁশঝাড়ের পাশে ফাঁকা জায়গায় বিপ্লবের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বিপ্লবের মা খাদিজা আক্তার জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি জয়দেবপুর থানা পুলিশ ১ মাস তদন্ত করে রহস্য উদঘাটন করতে না পারায় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশে তদন্তভার পিবিআই গাজীপুর জেলার ওপর অর্পণ করা হয়। তিনি আরও জানান, ১১-১২ বছর আগে আপন ছোট ভাইয়ের স্ত্রী জুলিয়াকে বিয়ে করেন বাবুল। কিন্তু বাবুলের প্রথম স্ত্রী খাদিজার সঙ্গে দ্বিতীয় স্ত্রী জুলিয়ার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ কারণে ছেলেকে হত্যার ৩ মাস আগে জুলিয়া তার ছোট মেয়েকে নিয়ে আবার বাবার বাড়ি টাঙ্গাইলে চলে যায়। টাঙ্গাইল থেকে গোপনে পিরুজালী এসে আসামি এমদাদের সঙ্গে দেখা করে ভিকটিমকে হত্যা করার জন্য বাবুলকে রাজি করাতে বলে। ঘটনার কয়েকদিন আগে বাবুল এমদাদকে জানায়, তার ছোট ছেলেকে হত্যা করতে হবে। পরে এমদাদ পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেভেন আপের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে বিপ্লবকে খাওয়ায়। পরবর্তীতে বাবুল তার ছেলে বিপ্লব আকন্দকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status