দেশ বিদেশ

পাকিস্তানকে ’পতিতালয়’ বলায় ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ

অনলাইন ডেস্ক

১১ জুন ২০২১, শুক্রবার, ৮:১৮ অপরাহ্ন

পাকিস্তানকে ’পতিতালয়’ বলে অভিহিত করায় আফগানিস্তানের জাতীয় সুরক্ষা উপদেষ্টা হামদুল্লাহ মহিবের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার এই বক্তব্যের ব্যাখ্যার জন্য আহ্বান জানানো হয়েছে।

মুলতান শহরে এক গণসমাবেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আফগানিস্তানের জাতীয় সুরক্ষা উপদেষ্টা আমাকে মনযোগ দিয়ে শুনুন, পাকিস্তানের বিরুদ্ধে এধরণের অবমাননাকর মন্তব্য বন্ধ না করলে কোন পাকিস্তানি আপনার সঙ্গে হাত মেলাবে না বা কোন ধরণের সম্পর্ক স্থাপন করবে না।’ পাকিস্তানকে পতিতালয়ের সঙ্গে তুলনা করায় হামদুল্লাহ মহিবের প্রতি লজ্জা প্রকাশ করে শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আপনি শব্দগুলো উচ্চারণ করার পর থেকেই রাগে আমার রক্ত টগবগ করে ফুটছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ইসলামাবাদের ওপর সাম্প্রতিক ’অবমাননাকর‘ মন্তব্যের জেরে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় কাবুলের সঙ্গে আর কোন ধরণের বাণিজ্যিক সম্পর্ক রাখা হবে না বলে এরই মধ্যে আফগান নেতৃত্বকে অবহিত করেছে পাক সরকার। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ মন্তব্যটিকে ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এ ধরণের মন্ত্রব্য ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার আস্থা ও পারস্পরিক বোঝাপড়াকে ক্ষুন্ন করে। আফগানিস্তান থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহারের সময় ঘনিয়ে আসছে এমন সময় প্রতিবেশি দেশ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বিরোধের পরিণাম নেতিবাচক হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশটির সঙ্গে পাকিস্তানের ২,৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

এদিকে, আফগানিস্তানে পাকিস্তানের হয়ে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান যুদ্ধ করছে বলেও দীর্ঘদিনের অভিযোগ কাবুলের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status