বাংলারজমিন

মোক একটা ঘর নিয়্যা দেও বাহে!

তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা) থেকে

১২ জুন ২০২১, শনিবার, ৮:০৮ অপরাহ্ন

হামার স্বামী মেলা দিন আগে মরছে। ছৈলপৈলও (সন্তান) নাই। মানসের বাড়িত এনা কাজকাম করি খাচুনু, সেটাও আর পাম না। শরীলের ওগ-বালাই সরে না। পুরানা ঘরটা ভাঙি গেচে, জোড়াতালি দিয়্যা আচোম। ঝড়ি-বাতাসের ভয়ে আতোত নিন্দে ধরে না। মোক একনা সরকারি ঘর নিয়্যা দেও বাহে। তোমারগুলার জন্নে ভগবানের কাছে আশীর্বাদ করমো। সরজমিন গতকাল সকালে আঞ্চলিক ভাষায় এমনভাবে কথাগুলো বলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত (দক্ষিণপাড়া) গ্রামের সিন্দুবালা সরকার নামের এক বৃদ্ধা বিধবা নারী। জানা যায়, সিন্দুবালা সরকার (৬১) এর স্বামী মনিন্দ্র নাথ সরকার ৫ বছর আগে মারা গেছেন। দাম্পত্য জীবনে তার কোনো সন্তানাদি নেই। ইতিমধ্যে বয়সের ভারে ন্যুয়ে পড়লেও জীবিকার তাগিদে ছুটতে হয় কৃষকের মাঠে বা অন্যের দুয়ারে। কখনো কৃষকের ফসলি জমিতে শ্রম বিক্রি আবার কখনো অন্যের বাড়িতে করতে হয় ঝি’র কাজ। এভাবে জীবিকা নির্বাহ করে চলছেন সিন্দুবালা। দেখা যায়, বিধবা এ নারীর একমাত্র শোবার ঘরটির জরাজীর্ণ অবস্থা। ছিদ্র টিনের চালায় লাগানো হয়েছে পলিথিন ও ত্রিপল। জোড়াতালির এ ভাঙা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে চলছেন সিন্দুবালা। বর্ষায় আকাশের মেঘ দেখলে দৌড় দিতে হয় অন্যের বাড়িতে। শীতকালে কনকনে বাতাস আর কুয়াশায় ভিজে যায় বিছানাপত্র। ঝুঁকিপূর্ণ এ ঘরে বসবাসের কারণে নানা রোগ বাসা বেঁধেছে সিন্দুবালার শরীরে। স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি সিন্দুবালার দুর্দশার সত্যতা স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ গৃহহীনদের পুনর্বাসন প্রকল্পে সাদুল্লাপুর উপজেলায় ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় সিন্দুবালাকে পুনর্বাসন করে দেয়ার দাবি জানাচ্ছি। অশ্রশিক্ত চোখে বিধবা সিন্দুবালা বলেন, সরকারি বরাদ্দে ঘর পাবার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও কাগজপত্র জমা নেয়নি কেউই। প্রধানমন্ত্রী যদি আমাকে একটি ঘর স্থাপন করে দিতেন, তাহলে হয়তো শেষ বয়সে শান্তিতে ঘুমাতে পারতাম। জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মনজু মিয়া জরাজীর্ণ ঘরের সত্যতা স্বীকার করে জানান, ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্পে সুবিধাভোগীদের তথ্য ইতিমধ্যে অনলাইন করা হয়েছে। সেই সময়ে সিন্দুবালা বাড়িতে ছিলেন না। এ কারণে তার নামটি অনলাইন করা সম্ভব হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status