ষোলো আনা

‘ভিশনারি লিডার অ্যাওয়ার্ড' পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী

ষোলো আনা ডেস্ক

১১ জুন ২০২১, শুক্রবার, ১:৪১ অপরাহ্ন

ভারতে ‘ভিশনারি লিডার’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সাম্মাম। সম্মাম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। জুনে চতুর্থ বার্ষিক আইএসআইইএনডিআইএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে ‘ভিশনারি লিডার' সম্মান দেয়া হবে। অন্ধ্রপ্রদেশের সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি ম্যানেজম্যান্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সাম্মামকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)। কারন এসডিজি অর্জনে জাতিসংঘের প্রচারে সবচেয়ে বেশি সংখ্যক কার্যক্রমে অংশ নিয়েছেন সাম্মাম। সাম্মাম বলেন, এলপিও’র শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠান থেকে আমি সামাজিক সেবার অনুপ্রেরণা পেয়েছি। এসডিজির সবগুলো কার্যক্রমে আমি অংশ নিয়েছি। সুস্বাস্থ্য ও মানবকল্যাণ নিয়ে সচেতনতা বাড়াতে আমি কাজ করেছি। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে উৎসাহিত করেছি। বর্তমান বিশ্বে পরিবর্তন আনতে ১৭ প্রকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দরকার। আমি এই সতেরোটিতেই কাজ করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status