বাংলারজমিন

মিশন রোডের ডাস্টবিনের দুর্গন্ধে অতিষ্ঠ ময়মনসিংহবাসী

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১১ জুন ২০২১, শুক্রবার, ৯:১৬ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর পাদ্রি মিশন রোডে মিশনের দেয়াল ঘেঁষে ডাস্টবিনের ময়লার উদ্ভট দুর্গন্ধ শুধু এলাকা ছড়ায়নি। দুর্গন্ধ ছড়িয়েছে বিদেশ থেকে মিশনে আসা অতিথিদের নাকেও। এতে বিদেশিদের কাছেও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। হচ্ছে বদনাম। ময়মনসিংহ সিটি করপোরেশনের সুনাম অক্ষুণ্ন রাখতে ডাস্টবিনটি অবিলম্বে সরানোর জন্য সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।  
ময়মনসিংহ নগরীতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় মিশনের দেয়াল ঘেঁষে ডাস্টবিনটি অপর পাশে দেয়াল ঘেঁষে রয়েছে কুমারী মরিয়ম বিবি গ্রটোর প্রার্থনার স্থান। উল্লেখ্য, কুমারী মরিয়ম বিবি গ্রটো ভাস্কর্যটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে শতবর্ষ পালিত হয়েছে। পাশেই সিস্টারদের দ্বিতল প্রার্থনার ঘর এবং ৩টি হোস্টেল। ডাস্টবিনের ময়লার দুর্গন্ধে প্রার্থনাকারী ও হোস্টেলে বসবাসকারীদের রাতের ঘুম নষ্ট হচ্ছে এবং হচ্ছে অসুস্থ। দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বসবাসকারীরা অবিলম্বে ডাস্টবিনটি সরানোর জন্য দাবি জানিয়েছেন। বৃষ্টি আসলে পুরো রাস্তায় বৃষ্টির পানিতে ময়লা ছড়িয়ে পড়ে। ডাস্টবিনের বিপরীতে রয়েছে সেবা সংস্থা বাংলাদেশ কারিতাসের কার্যালয়। এ ছাড়া মিশনের হলি ফ্যামেলি প্রাইমারি স্কুল ও হাইস্কুল। স্কুলের শত শত শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের নাকে রুমাল চেপে ধরে চলাচল করতে হচ্ছে।
মিশনের হলি প্রাইমারি স্কুল ও হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার শান্তি গোমেজ জানান, ৩ মাস আগে ফ্রান্স থেকে এই প্রতিষ্ঠানের প্রধান সিনিয়র সিস্টার মিশন পরিদর্শনে এসেছিলেন। তিনি ডাস্টবিনের ময়লার উদ্ভট দুর্গন্ধে বিরক্ত বোধ করেন। সিটি করপোরেশনকে বিষয়টি নজর দেয়ার কথা বলেন। প্রায়ই বিদেশ থেকে ফরেনআররা মিশন পরিদর্শনে আসেন। পচা দুর্গন্ধের কারণে তাদের কাছে লজ্জায় পড়তে হয়। সলেসিয়ান সিস্টার নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সিস্টার লিয়া দ্রং ও উপাধ্যক্ষ সিস্টার মেরী রানী রোজারিও ও হাউজ প্রধান সিস্টার ক্রিস্টিন রোজিও বলেন, ডাস্টবিনের ময়লার উদ্ভট দুর্গন্ধে মিশনসহ আশপাশের বসবাসরতরা অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে বাজারের মাছ ও মাংসের ময়লা ডাস্টবিনে ফেলার কারণে আরও দুর্গন্ধ বাড়িয়ে তুলেছে। হোস্টেল ইনচার্জ সিস্টার সাত্বনা নংমিন ও সিস্টার কবিতা কন্তা, প্রভিন্সিয়াল সিস্টার লুর্দ মেরী, সহকারী শিক্ষক রীনা পালমা বলেন, ডাস্টবিনে আশপাশের ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য ও মৃত কুকুর, বিড়ালের পচা দেহ মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার করা হয় না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status