বাংলারজমিন
মুক্তাগাছায় দুই নারীকে নির্যাতন
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
২০২১-০৬-১১
মুক্তাগাছার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুই নারীকে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত বুধবার সকালে। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, কলাকান্দা গ্রামের রফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন স্থানীয় আব্দুর রহিম মাস্টার (বর্তমানে যুদ্ধাপরাধী মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছে) এর তিন কাঠা জমি বর্গা নিয়ে রফিকুল ইসলাম খেতের আইল বেঁধে রোপণের জন্য প্রস্তুত করে। ওই জমিতে একই গ্রামের কছিমদ্দিনের পুত্র হযরত আলী গত বুধবার সকালে চাষাবাদ করতে গেলে রফিকুলের স্ত্রী রেনুমালা (৩০) বাধা দেয়। এ সময় হযরত আলী, তার পুত্র জিয়াউর রহমান এবং স্ত্রী রেনুফা বেগম দেশীয় অস্ত্রসহ রেনুমালা ও তার ননদ রাবেয়া (২৫) এর ওপর হামলা চালিয়ে শ্লীলতাহানিসহ ব্যাপক মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বিবাদী হযরত আলী জানান, আবদুর রহিম মাস্টারের জমি আমি চাষাবাদ করে আসছি। জমি সংলগ্ন বীজতলা বেড়া দেয়ার জন্য আমার ছেলে দা, বাঁশ নিয়ে এসেছিল।