বাংলারজমিন
আড়াইহাজারে স্কুলছাত্রী অপহরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৬-১১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। সে স্থানীয় কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তবে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামুন (১৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে ছাত্রীর মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক যুবক খন্দকার কলাগাছিয়া এলাকার সফি মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের শিকার ওই ছাত্রী বিদ্যালয়ে তার প্রয়োজনীয় কাজে যাচ্ছিল। এ সময় কালু বন্ধু নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা থেকে মামুনসহ আরও ২-৩ জন মিলে তাকে অপহরণ করে নিয়ে যায়। আড়াইহাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।