বাংলারজমিন

মৌলভীবাজারে বসছে চেকপোস্ট

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১১ জুন ২০২১, শুক্রবার, ৯:০৯ অপরাহ্ন

প্রবাসী, পর্যটন ও সীমান্তবর্তী এ জেলায় ঈদের পর থেকে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে চলায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল বিকালে জেলা শহরে জেলা প্রশাসন ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরিধান করতে মাইকিং করা হচ্ছে। উপজেলা পর্যায়েও এমন প্রচারণা চালিয়ে জনসাধারণকে সচেতন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। মারা গেছেন ১ জন। এমন অবস্থায় জরুরি সভা করেছে জেলা কোভিড কমিটি। গতকাল সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা, স্বাস্থ্য সচেতনতায় প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয় ঈদের পর থেকে জেলায় করোনায় আক্রান্ত রোগীর পরিসংখ্যান বাড়ছেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে জেলা সদরসহ সব উপজেলায় চেকপোস্ট বসিয়ে তদারকি করা হবে। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ কমিটির সদস্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status