বিনোদন

বিদায় বুদ্ধদেব দাশগুপ্ত

বিনোদন ডেস্ক

১১ জুন ২০২১, শুক্রবার, ৮:৫০ অপরাহ্ন

চলে গেলেন ভারতের কিংবদন্তি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। গতকাল সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন প্রবীণ এই পরিচালক। বাংলা সিনেমা এবং কবিতা দুই জগতেই অবাধ বিচরণ ছিল বুদ্ধদেব দাশগুপ্তের। তৈরি করেছেন ‘বাঘ বাহাদুর’, ‘লাল দরজা’, ‘চরাচর’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’, ‘উত্তরা’, ‘স্বপ্নের দিন’, ‘তাহাদের কথার মত ছবি’র মতো চলচ্চিত্র। ‘তাহাদের কথা’র মতো ছবিতে এক অন্য মিঠুন চক্রবর্তীকে উপহার দিয়েছিলেন তিনি, তেমনই শেষ বয়সেও ‘আনোয়ার কা আজিব কিস্‌সা’ ছবিতে নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে ব্যবহার করে চমকে দিয়েছিলেন। পরাধীন ভারতে ১৯৪৪ সালে পুরুলিয়ার আরায় জন্ম বুদ্ধদেব দাশগুপ্তের। আমৃত্যু পুরুলিয়ার অনুষঙ্গ ফিরে এসেছে তার প্রতিটি কাজে। বুদ্ধদেব দাশগুপ্ত পেশাগত জীবন শুরু করেন অধ্যাপক হিসেবে। অর্থনীতির তত্ত্ব আর বাস্তব জীবনের দূরত্বই তাকে সিনেমায় টেনে আনে। বুদ্ধদেব কলকাতা ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত হন। প্রথমেই বানান একটি ১০ মিনিটের তথ্যচিত্র। পূর্ণদৈর্ঘ্যের সিনেমা হিসেবে ‘দূরত্ব’ তাকে প্রথম খ্যাতি এনে দেয়। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়-এই ত্রয়ী বাংলা ছবিতে যে সাংস্কৃতিক রেনেসাঁ এনেছিলেন তার যোগ্য উত্তরাধিকারী ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। অন্তত ১১টি ছবির জন্য নানা সময়ে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। লোকার্নো, কান, বার্লিনের মতো নামজাদা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে তার ছবি প্রশংসিত হয়েছে। বাঙালি তাকে মনে রাখবে কমলকুমার মজুমদারের গল্প অবলম্বনে ‘নিম অন্নপূর্ণা’ বা ‘তাহাদের কথা’-র মতো কালজয়ী ছবির জন্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status