অনলাইন

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ-

কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সরওয়ার হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে নগরের ষোলশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেনÑ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির আওতাধীন ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান। দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শরীফ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

দুদকের করা মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে আসামি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status