অনলাইন

বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবো: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

নিজস্ব সংবাদদাতা

১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ১২:১২ অপরাহ্ন

অতি সম্প্রতি করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার তার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র মাধ্যমে বিমানযোগে ওই জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরো একটি ইউএসএআইডি'র ফ্লাইট রওনা করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বুধবার এক টুইটে তিনি লেখেনঃ

আজ আরও দারুণ কাজ হয়েছে। পিপিই এবং অন্যান্য করোনা সামগ্রী সরবরাহের জন্য বাংলাদেশের উদ্দেশ্যে আরো একটি ইউএসএআইডি'র ফ্লাইট রওনা করেছে। Travis 60th AMW (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সবচেয়ে বড় এয়ার মবিলিটি সংস্থা) এতে সাহায্য করেছে। আমরা যেহেতু এই মহামারীকে হারাতে একসাথে কাজ করছি, সুতরাং আমরা বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status