বিশ্বজমিন

মুম্বইয়ে ভবন ধসে ৮ শিশু সহ নিহত ১১

মানবজমিন ডেস্ক

১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

মুম্বইয়ের মালাদে একটি দ্বিতল ভবন ধসে আট শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও সাতজন আহত হয়েছেন। বুধবার রাত ১১ টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। এখনও অনেকে ধ্বংসাবশেষের ভিতরে আটকে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা । তাদের দ্রুত উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন তারা। ভবনটি ধসে পড়ার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহরতলির কান্দিভালি হাসপাতালে নিয়ে যান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনডিটিভিকে বলেছেন, মোট ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেল সূত্র জানিয়েছে, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিজেপির মুখপাত্র রাম কদম ভবনটি ধসে মৃত্যুর জন্য দায়িত্বশীলদের গাফিলতিকে দায়ী করেছেন। স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status