প্রথম পাতা

সিডিসি’র সতর্কতা

টিকা নেয়ার পরও বাংলাদেশ সফর ঝুঁকিপূর্ণ

মানবজমিন ডেস্ক

১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:৪৫ অপরাহ্ন

বিদেশ সফরের ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ ঝুঁকির দেশের তালিকায় রেখে নতুন সতর্কতা জারি করেছে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি। বলা হয়েছে, পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণের পরও মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ সফর ঝুঁকিপূর্ণ। এরপরও যদি বাংলাদেশ সফর করতেই হয়, তাহলে বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে।
চলমান কোভিড পরিস্থিতিতে নাগরিকদের ভ্রমণ সমপর্কিত সিডিসির এই নির্দেশনায় বিশ্বের দেশগুলোকে মোট ৫টি পর্যায়ে ভাগ করা হয়েছে। অজ্ঞাত পর্যায়, পর্যায়-১, পর্যায়-২, পর্যায়-৩ ও পর্যায়-৪। এতে বাংলাদেশকে সব থেকে ঝুঁকিপূর্ণ অর্থাৎ পর্যায় ৪-এ রাখা হয়েছে। বাংলাদেশ বিষয়ক ভ্রমণ নির্দেশনার ওপরেই সতর্কতা হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ চলছে। এরপর প্রথম পয়েন্টেই বাংলাদেশ সফর বাতিলের নির্দেশনা দেয়া হয়েছে মার্কিন নাগরিকদের। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, যদি একান্তই বাংলাদেশ সফর করতে হয় তাহলে সবার আগে পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। তবে ভ্যাকসিনের ডোজ পূর্ণ হওয়ার পরেও বাংলাদেশ সফর নিরাপদ নয় এবং সফরকারীরা কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া ও অন্যকে সংক্রমিত করার ঝুঁকিতে থাকবেন। ওয়েবসাইটে কোভিডকালীন সময়ে বাংলাদেশে যেসব নিয়ম রয়েছে সেসব মেনে চলার আহবান জানানো হয়েছে। এরমধ্যে রয়েছে, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান ও ৬ ফুটের সামাজিক দূরত্ব রক্ষা করে চলা।
সিডিসি’র তথ্যানুযায়ী, বাংলাদেশসহ পর্যায়-৪ এর অন্তর্ভুক্ত দেশগুলোতে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই তালিকায় থাকা রাষ্ট্রগুলোতে মার্কিন নাগরিকদের ভ্রমণ সর্বোচ্চ সতর্কতা হিসেবে গণ্য হয়ে থাকে। নতুন আপডেটে পর্যায়-৪ এ রয়েছে ৬১টি রাষ্ট্র। বাংলাদেশের পাশাপাশি এতে আছে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status