এক্সক্লুসিভ

জাতীয় পুষ্টিসেবা কর্তৃক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে

স্টাফ রিপোর্টার

১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ৮:১২ অপরাহ্ন

দেশে গত ৫ই জুন থেকে চলছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১। এই ক্যাম্পেইন আগামী ১৯শে জুন পর্যন্ত চলবে সারা দেশে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্‌যাপন করা হচ্ছে। গত ২৪শে মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় পক্ষকালব্যাপী সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। গত ৭ই জুন মহাখালীস্থ ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস’ অডিটরিয়ামে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি পক্ষকালব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি কয়েক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান এবং মা ও শিশুদের উদ্দেশ্যে এই কার্যক্রমের সুফল নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক সহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সারা দেশ থেকে বিভাগীয়,  জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণও জুম ভার্চ্যুয়ালের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার লাইন ডাইরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান। দেশের সকল ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্য কেন্দ্রসমূহে প্রতিদিন ক্যাম্পেইন পরিচালিত হবে। নির্ধারিত ইপিআই শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরাতন) ৮টি সাব-ব্লকে সপ্তাহের ৬ কর্মদিবসের ২ দিন ইপিআই টিকাদান কর্মসূচির ব্যাঘাত না ঘটিয়ে অবশিষ্ট ৪ দিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী কর্তৃক উদ্দিষ্ট শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায়ও ইপিআই কেন্দ্রসমূহেও এই কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা বা অভিভাবকগণকে পুষ্টি বিষয়ক বার্তা জানানো হবে। এবারের ক্যাম্পেইনে কোনো ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র থাকবে না। কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের কারণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান করা, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার) সুনিশ্চিত করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status