শিক্ষাঙ্গন

ববিতে ২৪শে জুন থেকে সশরীরে পরীক্ষা

ববি প্রতিনিধি

৯ জুন ২০২১, বুধবার, ৪:৫২ অপরাহ্ন

করোনা মহামারির কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো আগামী ২৪ শে জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো অনলাইনে নেয়া হবে জানানো হয়।

ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সশরীরে পরীক্ষা নেয়ার জন্য সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে, শুরু হয়েছে ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচি। তবে পরীক্ষা চলাকালীন সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও পরিবহন সেবা বন্ধ থাকবে।

 বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও সহকারী অধ্যাপক তানভীর কায়সার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত এক বছরের বেশি সময় সশরীরে বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ফলে সেশনজটসহ নানা ধরনের জটিলতার মুখে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status