ভারত

পূর্ব লাদাখে ফের চীনের রণহুঙ্কার, বিমানবাহিনীর মহড়া, উহান থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৯ জুন ২০২১, বুধবার, ৯:৩২ পূর্বাহ্ন

কয়েক মাস বিরতির পর ড্রাগন যেন আবার সক্রিয় হলো। লাদাখের পূর্বসীমানা বরাবর চীনা বিমানবাহিনী সোম ও মঙ্গলবার মহড়া দিয়েছে আকাশপথে। চীনা বায়ু সেনার টিজে ইলেভেন-এর ২২টি যুদ্ধবিমানকে উড়তে দেখা গেছে তাদের আকাশসীমায়। প্রায় একবছর আগে গালওয়ানের ঘটনার পুনরাবৃত্তি যেন। সেবারও প্রথমে চীনা বায়ু সেনা আকাশে মহড়া দিয়ে শুরু করেছিল। ভারত পূর্ব লাদাখে নর্দার্ন এবং ওয়েস্টার্ন কমান্ডের হাতে থাকা রাফাল, মিগ-২৯ এবং সুখোই যুদ্ধ বিমানগুলি তৈরি রাখছে। প্যাংগং লেক এর পাশে ফিঙ্গার পয়েন্টগুলিতেও ভারতীয় সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে। প্রায় একবছর আগে এই গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী যুদ্ধে চীনা বাহিনীকে পিছু হটতে হয়। এরপর দীর্ঘসময় ধরে পূর্ব লাদাখের সীমান্তে ভারত-চীন সংঘর্ষ চলতে থাকে। নটি উচ্চপর্যায়ের বৈঠকের পর চীন ও ভারতীয় যুযুধান সেনারা ছাউনিতে ফিরে যায়। সাময়িক যুদ্ধ বিরতির পর আবার এই রণহুঙ্কার কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝখানে। ভারতীয় সমর বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস আসলে চীনের জৈব অস্ত্র এবং তা তৈরি হয়েছিল উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। এই তত্ত্ব যত সামনে আসছে, ততই তার থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবে চীন। সেই চেষ্টাতেই তাদের যুদ্ধের মহড়া বলে বিশেষজ্ঞদের অনুমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status