বিশ্বজমিন

বিশ্বজুড়ে সক্রিয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে একযোগে অভিযান, গ্রেপ্তার ৮ শতাধিক

মানবজমিন ডেস্ক

৮ জুন ২০২১, মঙ্গলবার, ৪:৪৫ অপরাহ্ন

সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অ্যাপ হ্যাক করে লাখ লাখ এনক্রিপ্টেড মেসেজ উদ্ধার করেছে বৈশ্বিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সেই মেসেজের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছেশত শত সন্ত্রাসীকে। বিশ্বের অন্তত ১৮ দেশে এই সন্ত্রাসীরা সক্রিয় ছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়, এই অভিযান যৌথভাবে পরিচালনা করে অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। তারা অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সক্রিয় বৈশ্বিক মাদক চোরাচালান চক্রকে আটকে সক্ষম হয়েছে। এতে গ্রেপ্তার হয়েছে ৮ শতাধিক সন্ত্রাসী। জব্দ করা হয়েছে ১৪৮ মিলিয়ন ডলারের অর্থ। এছাড়া কয়েক টন মাদকও জব্দ করা হয়েছে।

এই অপারেশনের নাম দেয়া হয়েছে ট্রোজান শিল্ড। এনক্রিপ্টেড নেটওয়ার্কের মাধ্যমে চালানো সন্ত্রাসী কর্মকা- ধ্বংস করার এমন ঘটনা খুব বেশি নেই। এ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, এই অপারেশন সংগবদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ। শুধু অস্ট্রেলিয়ার জন্যেই নয়, এই পদক্ষেপ পুরো বিশ্বে কাঁপুনি সৃষ্টি করবে। এটি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ন সময়।

শুধু অস্ট্রেলিয়াতেই গ্রেপ্তার করা হয়েছে ২২৪ জনকে। পাশের দেশ নিউজিল্যান্ড জানিয়েছে, তারা আটক করেছে ৩৫ জনকে। ইউরোপে সুইডেনে গ্রেপ্তার হয়েছে ৭৫ জন আর জার্মানিতে ৬০ জন। তারা ‘অহ০স’ মেসেজিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে বহু বছর ধরেই অপরাধ পরিচালনা করে আসছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের এফবিআই এবং অস্ট্রেলিয়ার পুলিশ একত্রে এই অপারেশনের পরিকল্পনা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status