এক্সক্লুসিভ

সালমান এফ রহমান-এর প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে নবাবগঞ্জ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৮ জুন ২০২১, মঙ্গলবার, ৮:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি’র  প্রচেষ্টায় গৃহীত প্রকল্পগুলো বাস্তবে রূপ নিচ্ছে। যেই উন্নয়নের ধারাবাহিকতা ইতিমধ্যেই তৃণমূলে পৌঁছাতে শুরু করেছে। এই প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলে পাল্টে যাবে নবাবগঞ্জ উপজেলার সামগ্রিক চিত্র। জানা গেছে, অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উপজেলার দৌলতপুর অর্থনৈতিক শিল্প এলাকা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। জেডকেডি রাস্তা সংস্কারের কাজ শেষ পর্যায়ে। নবাবগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।  উন্নত নার্সিং সেবা নিশ্চিত করতে নবাবগঞ্জ উপজেলায় নার্সিং ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে শেখ কামাল আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা চলছে। শেখ রাসেল আইটি পার্ক স্থাপনের প্রক্রিয়া চলছে। উপজেলার দুগ্ধ খামারিদের দুধের ন্যায্য দাম নিশ্চিত করতে মিল্কভিটা প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলছে। নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ চলছে। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত ৪৫০ আসনের মিলনায়তন নির্মাণ। সাংস্কৃতিক বিকাশের জন্য নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা কমপ্লেক্স স্থাপনের কাজ শেষ পর্যায়ে চলছে। ঢাকার সঙ্গে নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থা দূরত্ব কমিয়ে আনতে বসিলা-কলাতিয়া-পাড়াগ্রাম- শোল্লা-নবাবগঞ্জ-দোহার পদ্মা বাইপাস সড়কটি নির্মাণকাজও প্রক্রিয়াধীন। এগিয়ে চলছে নবাবগঞ্জ উপজেলার  (কলাকোপা) মডেল টাউন স্থাপনের কার্যক্রম। ইছামতি ও কালীগঙ্গা নদীর ভাঙন রোধ প্রকল্প এবং নদী খনন কাজ চলছে। নবাবগঞ্জ উপজেলার  বিভিন্ন বয়সের নারীদের আত্মনির্ভরশীল ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেখ ফজিলাতুন্নেছা মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা চলছে। নবাবগঞ্জ উপজেলার বান্দুরা, পাতিলঝাপ, বালুখণ্ড, শালিখা, যন্ত্রাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। নবাবগঞ্জ উপজেলায় আড়িয়ল বিলকে ঘিরে ব্যাপক আকারে কৃষি ও মৎস্য নিয়ে বিভিন্ন প্রকল্প স্থাপনের কাজ চলছে। নবাবগঞ্জ উপজেলায় সরকারি কারিগরি প্রশিক্ষণ স্কুল ও কলেজের নির্মাণ কাজ চলছে। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা সালমান এফ রহমান এমপি নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন হলে নবাবগঞ্জবাসীর ভাগ্য পাল্টে যাবে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, এমপি মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক গৃহীত প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হলে, নবাবগঞ্জ মডেল উপজেলা হিসেবে বাংলাদেশে আলাদা সুনামের অধিকারী হবে। নবাবগঞ্জ উপজেলার সকল জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন আহমেদ ঝিলু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status