এক্সক্লুসিভ

ব্রাহ্মণবাড়িয়ার ৫ এমপি’র বৈঠকে যে আলোচনা

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে

৮ জুন ২০২১, মঙ্গলবার, ৮:৫৫ অপরাহ্ন

কমিটি বাতিল হচ্ছে জেলা আওয়ামী লীগের। হচ্ছে আহ্বায়ক কমিটি। নেতৃত্বেও আসছে পরিবর্তন- এমন নানা আলোচনা আর গুঞ্জনের মুখে রোববার জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন জেলার সরকারদলীয় ৫ এমপি। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপনের আমন্ত্রণে একত্রিত হন তারা। জেলার সংসদ সদস্যদের সম্পর্কের ফাটল  ঘোচানো এবং জেলা আওয়ামী লীগের রাজনীতি গতিশীল করার উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়। দুপুরের খাবার গ্রহণ শেষে হুইপের কক্ষে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে- সেটি জানতেই উদগ্রীব এখন দলের নেতাকর্মীরা। বৈঠক সূত্র জানায়, সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে জেলার অন্য ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)-এর বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)-এর এডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)-এর মো. এবাদুল করিম বুলবুল এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)-এর ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলামের টানাপড়েন সম্পর্ক। নানা কারণে তাদের  মধ্যে জমে উঠা ক্ষোভ-অসন্তোষ, অভিযোগ-অনুযোগ নিয়ে বৈঠকে  খোলামেলা আলোচনা হয়। হেফাজত তাণ্ডবের প্রসঙ্গ ছাড়াও  জেলা আওয়ামী লীগে বিরোধের বিষয়টি আলোচনায় স্থান পায়। বৈঠকে সহসা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেয়া হয় এবং জুলাই মাসের ৪ তারিখ সম্ভাব্য একটি তারিখও নির্ধারণ করা হয়। এ বিষয়ে বৈঠকে যোগদানকারী একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বললে তারা জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি হিসাবে মোকতাদির চৌধুরী আমাদের অভিভাবক। তার কাছ থেকে অভিভাবক সুলভ আচরণ, তিনি সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন সেটিই আমরা প্রত্যাশা করি। তাকে বলেছি আমরা কেউই তার প্রতিদ্বন্দ্বী নই। সদর আসনে তার বিকল্প কেউ নেই। তাহলে দলে কেন গ্রুপিং হবে। হেফাজত তাণ্ডবে সদরের বাইরের সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় পরিস্থিতি সামাল দিয়েছেন বলে বৈঠকে জানান। একজন সংসদ সদস্য বলেন, আমি তাণ্ডবের ঘটনার পরপরই তাকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছি। দল নিয়ে আলোচনায় মোকতাদির চৌধুরী  জেলা সম্মেলন করার মাধ্যমে দায়িত্ব থেকে তার সরে যাওয়ার মনোভাব ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতারা জেলায় দলের গ্রুপিংসহ নানা বিষয়ে এমপিদের দেয়া বক্তব্য নোট করেন এবং দলের সভানেত্রীকে অবহিত করবেন বলে জানান। গত ২৬, ২৭ ও ২৮শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার পর থেকে জেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের খবর চাউর হয়। জেলা আওয়ামী লীগ নেতারাও এই নেতা-ওই নেতার পক্ষ হয়ে দলে দলে ঢাকায় গিয়ে এনিয়ে দেন দরবার করছেন। তবে তাণ্ডবের ঘটনার পর দলের সাংগঠনিক শক্তির দুরবস্থার বিষয়টি সামনে আসে। অর্ধশত সরকারি-বেসরকারি অফিসে হামলা-ভাঙচুরের পাশাপাশি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয় হেফাজত সমর্থকরা। কিন্তু এর প্রতিবাদ-প্রতিহতে দলের নেতাকর্মীদের কেউই মাঠে নামেননি বরং আত্মগোপনে চলে যান।
এদিকে গত শনিবার মানবজমিন-এ প্রকাশিত খবরে উল্লিখিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন তার অবস্থানের ব্যাখ্যায় বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বের প্রতি আমি আস্থাশীল এবং তাদের সমর্থক। আমি কোনো গ্রুপের নেতা নই।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর সম্মেলন হয় জেলা আওয়ামী লীগের। এরপর ২০১৫ সালের মে মাসে জেলা কমিটি কেন্দ্রীয় অনুমোদন পায়। দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার তোড়জোড় শুরু হয়েছিল। এ লক্ষ্যে ওই বছরের জুলাই মাসে জেলা আওয়ামী লীগের এক সভায় আশুগঞ্জ, সরাইল, আখাউড়া, কসবা, সদর, শহর ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে বিজয়নগর, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ এবং বাঞ্ছারামপুর উপজেলার সম্মেলন সম্পন্ন হয়। পরে ওই বছর আর সম্মেলন হয়নি। পরের বছর করোনা সংক্রমণের কারণে একেবারেই চাপা পড়ে সম্মেলনের বিষয়টি। কসবা, আখাউড়া এবং নবীনগর উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করেও করোনার কারণে সম্মেলন সম্পন্ন করা যায়নি বলে দলের সূত্র জানায়। এরপর পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে এলে সম্মেলনের বিষয়টি আবারো চাপা পড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status