ভারত

হায় ভারত! পরপর কন্যাসন্তান জন্মানোয় মা, মেয়েদের কুয়োয় ঠেলে ফেলে দিল বীরপুঙ্গব

বিশেষ সংবাদদাতা

২০২১-০৬-০৭

কন্যাসন্তানকে কেউ লক্ষীলাভ ভাবে, কেউ ভাবে অভিশাপ। এই ইন্টারনেট এর যুগেও মেয়ের বাবা হওয়ার ঘেন্নায় মধ্যপ্রদেশের এক বাবা নিজের স্ত্রী ও দুই মেয়েকে ঠেলে কুয়োয় ফেলে দেয়। কোনওরকমে বেঁচে গেছে স্ত্রী ও তিনমাসের শিশুকন্যাটি। আট বছরের মেয়েটি কুয়োর জলে চিরতরে তলিয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে রাজা ভাই যাদব নামের ৪২ বছরের অভিযুক্তকে। মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাসিন্দা রাজাভাই এর ৮ বছরের একটি কন্যা সন্তান ছিল। স্ত্রী আবার সন্তানসম্ভবা হওয়ায় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করে রাজাবাবু। তার আশা ছিল যে স্ত্রী এবার পুত্রসন্তান প্রসব করবে। কিন্তু রাজাবাবুর ইচ্ছার মুখে ছাই দিয়ে পান্নায় বাপের বাড়িতে স্ত্রী আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর ছোট মেয়ের ৩মাস বয়েস হতে বাইক নিয়ে রাজাবাবু হাজির হয় পান্নায়, বউ বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। ফেরার পথে পারোই গ্রামে কুয়ো দেখানোর আছিলায় তিনজনকেই কুয়োয় ঠেলে ফেলে দেয় রাজাবাবু। স্ত্রী ৩মাসের বাচ্চাটিকে নিয়ে কুয়োর পার বেয়ে উঠে প্রাণে বাঁচলেও সলিল সমাধি হয় আট বছরের মেয়েটির। চান্দেলা থানার ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার জানান, স্ত্রীকে প্রাণে বাঁচতে দেখে রাজাবাবু পাথর ছুঁড়ে স্ত্রীকে আবার জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status