কলকাতা কথকতা

কলকাতা কথকতা

অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সায়নী ঘোষ রাজ্য যুব সভাপতি

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৫ জুন ২০২১, শনিবার, ১০:৪৬ অপরাহ্ন

যা প্রত্যাশিত ছিল তাই হলো৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক হলেন৷ শনিবার তৃণমূল কংগ্রেসের  ওয়ার্কিং কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়৷  অভিষেকের ছেড়ে যাওয়া যুব সভাপতির পদে বসলেন টালিগঞ্জের ফিল্মি দুনিয়ার পরিচিত মুখ সায়নী ঘোষ৷ সায়নী বিধানসভায় অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন আসানসোল কেন্দ্রে৷ কিন্তু বিজেপির কাছে পরাজিত হলেও সায়নী আসানসোল ছাড়েননি সেখানকার কোভিড আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য৷

সায়নীর নেতৃত্ব দেয়ার ক্ষমতাকে এবার কাজে  লাগাবে তৃণমূল৷ এদিনের বৈঠকে তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' নীতি গৃহীত হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠকে বলেন, দলীয় নেতাদের গরু, কয়লা কিংবা বালির চোরাচালানে যুক্ত হওয়া চলবে না৷ মন্ত্রীদের যত্রতত্র লাল বাতির গাড়ি ব্যবহারেও রাশ টানতে বলেছেন মমতা৷

এদিন বিভিন্ন পদে তারুণ্যকে অগ্রাধিকার দিলেও অভিজ্ঞদেরও জায়গা দেয়া হয়েছে৷  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন দলের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ৷  সম্পাদক হয়েছেন বেচারাম মান্না, আশিস চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অসীম মাঝি৷

শ্রমিক ফ্রন্টের সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সংগঠনের সভাপতি দোলা সেন, খেতমজুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু, রাজ্য মহিলা সভানেত্রী কাকলি ঘোষদস্তিদার ও বঙ্গজননীর প্রধান হন মালা রায়৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status