বিনোদন
শেষ হলো ‘দামাল’র শুটিং
স্টাফ রিপোর্টার
২০২১-০৬-০৩
শেষ হলো তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ছবির শুটিং। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটির শেষ ধাপের কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমার অন্যতম অভিনয় শিল্পী সিয়াম আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, শেষ হয়ে গেল ‘দামাল’র শুটিং অবশেষে। ধন্যবাদ দামালের দল। অনেক কিছু শিখলাম! এই ফিল্ম না করলে আমরা হয়তো বুঝতাম না দেশকে ভেতর থেকে কতটা ভালোবাসি। দেখা হবে বড় পর্দায়। ফরিদুর রেজা সাগরের মূল ভাবনায় ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সুমিত, রাশেদ মামুন অপুসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনার সঙ্গে এই সময়ের গল্পের মিশেলে তৈরি হয়েছে ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন স্থানে মোট ১৬টি ম্যাচ খেলে। ম্যাচগুলো থেকে মোট আয় করা পাঁচ লাখ টাকা মুক্তিযুদ্ধের ফান্ডে জমা দেয়া হয়। ১৯৭১ সালের জুনে স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়। প্রথমদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে স্বাধীন বাংলা ফুটবল দলের কথা উল্লেখ করে মুজিবনগর গিয়ে তাতে যোগ দিতে বলা হয় খেলোয়াড়দের। সে সময় মুজিবনগরে প্রথমে গিয়ে উপস্থিত হন প্রতাপ শঙ্কর হাজরা, সাইদুর রহমান প্যাটেল, শেখ আশরাফ আলী, আলী ইমাম, জহীর, জাকারিয়া পিন্টু, কাজী সালাউদ্দিন (তুর্য) এবং অন্যরা। ৩১ জনকে বাছাই করে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। ২৫শে জুলাই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্টেডিয়ামে নদিয়া একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম খেলতে নামে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তখন অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।