দেশ বিদেশ
দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০২১-০৬-০১
দক্ষ ও মেধাবী আইনজীবী গড়ার প্রত্যয়ে রংপুরের পীরগাছায় প্রস্তাবিত দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রংপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দেবী চৌধুরাণী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, রংপুরে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। জেলার পীরগাছায় মহীয়সী নারী দেবী চৌধুরাণীর স্মৃতিবিজড়িত স্থানে বিশেষায়িত এই আইন বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত আইন বিষয়ে বিশেষায়িত কোনো একক বিশ্ববিদ্যালয় নেই। যদি দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তবে এটি হবে দেশের ইতিহাসে প্রথম আইন বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন, সদস্য আফরোজা শারমিন কনাসহ অন্যরা।