ফেসবুক ডায়েরি

খালি হাতে দলাদলি-হাতাহাতি করা গেলেও গবেষণা হয় না

মোহাম্মদ মজিবুর রহমান

২৫ মে ২০২১, মঙ্গলবার, ১:৩৭ অপরাহ্ন

জ্ঞান উৎপাদনই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। জ্ঞান উৎপাদনের জন্য প্রয়োজন গবেষণা; আর গবেষণার জন্য জরুরি পর্যাপ্ত অর্থ বরাদ্দ।

খালি হাতে দলাদলি-হাতাহাতি করা গেলেও গবেষণা হয় না; হয় না জ্ঞান উৎপাদন।

মাঠে ফসলের পরিচর্যার অভাবে যেমন আগাছা জন্মায়, আমাদের বিশ্ববিদ্যালয়সমূহেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও গবেষণার অভাবে একদিকে জ্ঞান উৎপাদন বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে আগাছায় ছেঁয়ে যাচ্ছে। আগাছা নির্মূল এবং জ্ঞান উৎপাদনে গবেষণায় পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।

বাজেটে শিক্ষাখাতে জিডিপির অন্তত ৫% বরাদ্দ জরুরি।

লেখকঃ সহযোগী অধ্যাপক,
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লেখাটি ফেসবুক থেকে নেয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status