বাংলারজমিন

ফেনীতে অপহৃত কলেজছাত্রী ঢাকায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

১৮ মে ২০২১, মঙ্গলবার, ১০:১২ পূর্বাহ্ন

ফেনীতে কলেজ ছাত্রী অপহরণের দু’মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর ১০নং এলাকার একটি বাসা থেকে সোমবার অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকরী হাছান পিয়াসকে (২৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হাছান পিয়াস ফেনী শহরের ৫নং ওয়ার্ড হাজী আফজলের রহমান সড়কের বিরিঞ্চি বড় বাড়ীর মো. আজাদের ছেলে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান।
পুলিশ জানায়, গত ১৫ই মার্চ সকালে শহরের ডাক্তার পাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় ফেনী সরকারি কলেজের এক ছাত্রী। প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় শহরের ট্রাংক রোডের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায় পিয়াসসহ তার সহযোগীরা। সেই থেকে ওই কলেজ ছাত্রীর পরিবার নানাভাবে পিয়াস ও তার আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি স্বীকার করলেও মেয়ের সন্ধান দেয়নি। পরে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ই মার্চ পিয়াসসহ ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান আরো জানান, মামলার দু’মাস পর গত ১৩ই মে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। মামলার তদন্তভার পেয়ে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকরী হাছান পিয়াসের অবস্থান নির্নয় করে অভিযান চালায়। সোমবার রাজধানী ঢাকার মিরপুর ১০নং এলাকা থেকে অপহরণকারী হাছান পিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা থেকে ফেনী গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জিঙ্গাসাবাদ শেষে রাতে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে পুলিশ।  
পুলিশ জানায়, মঙ্গলবার অপহৃতের শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরে ২২ ধারায় কলেজ ছাত্রীর জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে তোলা হবে। অপহরণকারী হাছান পিয়াসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status