দেশ বিদেশ

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা

স্টাফ রিপোর্টার

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৯:৪২ অপরাহ্ন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ‘ভয়েস অব বাংলাদেশ’। গতকাল রাজধানীর বাড্ডা শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হলে এতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের অনুরোধে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সেখানেই কর্মসূচি সম্পন্ন করা হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে লিখিত স্মারকলিপি দূতাবাসে পৌঁছানোর অঙ্গীকারে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে জো বাইডেনের ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে’ বক্তব্যের সমালোচনা করা হয়। ইসরাইলি আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড বন্ধ না করালে ইতিহাসে জো বাইডেন অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। স্মারকলিপিতে ১৯৬৭ সাল পূর্ব অবস্থানে ইসরাইলকে সরে যেতে বাধ্য করার আহ্বান জানানো হয়। শান্তি আলোচনার পরিবেশের জন্য জেরুজালেম থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ারও আহ্বান জানানো হয় এতে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘ভয়েস অব বাংলাদেশ’র প্রধান সমন্বয়ক এডভোকেট আবেদ রাজা, সংগঠনের নেতা এডভোকেট আকবর হোসেন, মোহসীন হাবিব প্রমুখ।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status