প্রথম পাতা

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার

অর্থনৈতিক রিপোর্টার

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৯:২৮ অপরাহ্ন

চলতি অর্থবছরের (২০২০-২১) হিসাব অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে। এ বছর মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার (প্রতি ডলার ৮৪.৮১ টাকা ধরে দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১ লাখ ৮৮ হাজার ৮৭১ টাকা), যা গত অর্থবছর (২০১৯-২০) ছিল ২ হাজার ৬৪ ডলার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। আমাদের ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিল সেখানে (মাথাপিছু আয়) ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‘জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি, এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি। যদিও স্ট্যাটিসটিকস এখনো ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জিডিপিও বেড়েছে, মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে। মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪.৮১ টাকা ধরে)। এটা আমাদের অর্জন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এক্সিডেন্টালি আজকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। সেজন্য কেবিনেট থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে তার কার্যক্রমের জন্য। ওনার এই সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি চমৎকার একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন সবাই।
এদিকে মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টরা জানান, বাস্তবতার সঙ্গে এ ধরনের পরিসংখ্যানের কোনো মিল দেখা যাচ্ছে না। কারা এই টাকার মালিক হচ্ছে? সাধারণ মানুষের আয় কীভাবে ৯ শতাংশ বাড়লো? অথচ করোনার কারণে নিম্নআয়ের অন্তত ৬০ শতাংশ মানুষের আয় কমে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status