খেলা

টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:৫৩ অপরাহ্ন

ঈদের ছুটি  শেষ। গতকালই মাঠে চলে আসেন মুশফিকুর রহীম। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে ব্যাটিং অনুশীলনে সময় কাটানো লম্বা সময়। প্রাথমিক দলের বেশির ভাগ সদস্যই হাজির ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২৩শে  মে শুরু হবে। তার আগে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের আনুষ্ঠানিক অনুশীলন। অন্যদিকে দলের অন্যতম দুই সদস্য সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে আজ থেকে অনুশীলনে পাওয়া যাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ভারত থেকে আইপিএল খেলে  দেশে ফিরে এসে এই দুই তারকা ৬ই মে থেকে রয়েছেন হোটেল ঘরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ভারত ফেরতদের জন্য বাংলাদেশ সরকারের কঠোর কোয়ারেন্টিন নীতি, ১৪ দিনের আগে তাদের মুক্তি মিলবে না। সেই হিসেবে ২১ মে’র আগে তাদের মাঠে ফেরার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে যেন তারা আজ থেকেই দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেন। তবে গতকাল বিকাল পর্যন্ত স্বাস্থ্য অধিপ্তরের কোন ছাড়পত্র পায়নি তারা। এমনটাই জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। অন্যদিকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন তিনিও সাকিব ও মোস্তাফিজ অনুশীলনে আজ আসবেন কিনা তা জানেন না। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ দল নিয়ে অনুশীলন শুরু হবে। তবে এখনো আমরা জানি না যে সাকিব ও মোস্তাফিজ আজ অনুশীলনে থাকতে পারবে কিনা। এটি আসলে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের বিষয়। যদি তারা ১৪ দিনের আগে অনুমতি পায় সেই ক্ষেত্রে ওদের হয়তো আজ থেকেই পাবো।’
আগামী ২১শে মে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা হবে মূল স্কোয়াড। এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমাদের মূল স্কোয়াড ঘোষণা করতে একটু সময় লাগবে। প্রধান কোচ, অধিনায়ক এক কথায় টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করেই এই স্কোয়াড ঘোষণা করা হবে ২১শে  মে। অবশ্যই আমরা ব্যাটিং-বোলিং সব দিকে ভারসাম্য রেখেই দল ঘোষণা করবো। দলের যারা সেরা পারফরমার তাদেরই সুযোগ হবে এটাই স্বাভাবিক।’ আর সাকিব আল হাসান ফিরে আসায় দলের ভারসাম্য দারুণভাবেই ফিরবে বলে আশা সবার।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৪টায় দিবারাত্রির অনুশীলন দিয়ে ওয়ানডে সিরিজের জন্য মিশন শুরু করবে তামিম ইকবালের দল। গতকাল দলের সব সদস্যের  কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়। যারা করোনা টেস্টে নেগেটিভ হবেন তারা আজ অনুশীলনে অংশ নেবেন। এরপর  বায়ো বাবলের মধ্যে উঠবেন হোটেলে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, আজ (গতকাল) আমরা বাংলাদেশ দলের সব ক্রিকেটারের  কোভিড-১৯ নমুনা সংগ্রহ করেছি।  নেগেটিভ হলে তারা কাল (আজ) অনুশীলনে অংশ নিবে। সেখান থেকে হোটেলে উঠে কঠিন বায়ো বাবোলের মধ্যে থাকবে তারা। এই সিরিজের আগে আমাদের ক্রিকেটার থেকে শুরু করে গ্রাউন্ডসম্যান, আম্পায়ার, টিভি সম্প্রচারে সঙ্গে থাকা স্টাফ, এক কথায় সিরিজ সংশ্লিষ্ট যারা ক্রিকেটার ও স্টেডিয়ামের সংষ্পর্শে আসবে সকলের  করোনা টেস্ট করা হবে। তবে এখন পর্যন্ত এই সিরিজকে কেন্দ্র করে যতগুলো টেস্ট করানো হয়েছে সেখানে কারো করোনা পজেটিভ আসেনি এটি আমাদের জন্য আশার সংবাদ।
সাকিব ও মোস্তাফিজকে আজ থেকে অনুশীলনে পাওয়ার বিষয়ে কিছু জানাতে পারেনি বিসিবির প্রধান চিকিৎসকও। তিনি বলেন, ‘আসলে তাদের (সাকিব ও মোস্তাফিজ) বিষয়টা পুরাটাই সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হাতে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী যোগাযোগ রাখছেন। এখন পর্যন্ত তাদের ছাড় দেয়া হবে কিনা সেই বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছুই পাইনি। যতটা জানি বিসিবি তাদের কোয়ারেন্টিনের সময়টা কমিয়ে আনতে চেষ্টা করছে। তারা যেহেতু এ সময়ে নিয়ম অনুসারে দুটি কোভিড-১৯ টেস্ট দিয়ে নেগেটিভ সেই হিসেবে আশাবাদী হয়তো সময়ের আগেই ছাড় মিলতে পারে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status