খেলা

শ্রীলঙ্কা দলের সবাই নেগেটিভ

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৫-১৮

করোনা পরীক্ষায় সফরকারী শ্রীলঙ্কা দলের সবার ফল নেগেটিভ এসেছে।  আইসিসি ওয়ানডে সুপার লীগের ম্যাচ খেলতে ৩১ সদস্যের বিশাল বহর নিয়ে রোববার ঢাকায় পৌঁছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিধি অনুসারে এর পর থেকেই তারা হোটেলে কোয়ারেন্টিন পালন করছে। তবে তিনদিনের রুম কোয়ারেন্টিনের আগে প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনাও দিতে হয়েছে সফরকারীদের।
গতকাল লঙ্কান ক্রিকেটারদের নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘বিমান বন্দর থেকে হোটেলে যাওয়ার পর পরই ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়। গতরাতে (রোববার) ওদের ফল নেগেটিভ এসেছে।’ অবশ্য আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন করার সুযোগ পাবেন তারা। আজ দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। ওখানে নেগেটিভ হলেই অনুশীলনে কোনো বাধা থাকবে না। পুরো প্রক্রিয়াটা সরকারের নির্দেশনা মেনে আমরা অনুসরণ করছি। আর প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।’ সিরিজ চলাকালে আরও দু’বার ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করানো হবে। সবমিলিয়ে মোট চারটা পরীক্ষা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status