খেলা

ফিটনেসে সন্তুষ্ট বাংলাদেশের বৃটিশ কোচ

জামালের সুরেই কথা বললেন জেমি

স্পোর্টস রিপোর্টার

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:৫২ অপরাহ্ন

আগের দিন ক্যাম্পে যোগ দিয়েই ভারত ও আফগানিস্তানকে হারানোর কথা বলেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল অনুশীলনের প্রথম দিনে অধিনায়কের সুরেই কথা বললেন কোচ জেমি ডে। ভারত ও আফগানিস্তান সম্পর্কে জামাল জয়ের সরল আশাবাদ ব্যক্ত করলেও কোচ বিষয়টি বিশ্লেষণ করেছেন ভিন্নভাবে। অনুশীলন শেষে জেমি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভারত ও আফগানিস্তান আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের অনেক খেলোয়াড় বাইরের দেশেও খেলে। তাদের বিরুদ্ধে জিততে হলে অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। আমার বিশ্বাস ছেলেরা সেরাটা দিয়েই জয় ছিনিয়ে আনবে। মাঝে কয়েকদিন বৃষ্টির সুবাদে কমেছিল তাপমাত্রা। কিন্তু এখন ফের উত্তপ্ত পরিবেশ। গতকাল সকাল থেকে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে রাজধানী ঢাকাসহ আশপাশের তাপমাত্রা। এই উত্তপ্ত গরমের মাঝেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। কাতারে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ৩২ ফুটবলারকে নিয়ে গতকাল সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন। ছুটি কাটিয়ে রোববার দুপুরে সবাই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্পে যোগ দিয়েছেন। ৩৩ জন ফুটবলার ডাকা হয়েছে ক্যাম্পে। তবে ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বেশ গরম। বাংলাদেশেও এখন চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে অনুশীলন কাতারে ম্যাচের জন্য সহায়ক কিনা এই প্রসঙ্গে জেমি বলেন, ‘আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সুবিধা হবে। ওমান এবং কাতারে অধিকাংশ ম্যাচ রাত আটটায় হয়। এত গরমে বিকালে খেলা খুবই কঠিন।’ রাতে খেলা হলেও তাপমাত্রা ত্রিশের কাছাকাছিই থাকে। যেটা বাংলাদেশের দিনের মতো প্রায়। প্রিমিয়ার লীগে খেলার মধ্যে ছিলেন জামাল-রানারা। তারপরও ঈদের ছুটির বিরতিতে খেলোয়াড়দের ফিটনেসে কোনো ঘাটতি তৈরি হয়েছে কিনা, ইয়োইয়ো টেস্টের মাধ্যমে প্রথম দিনেই পরখ করে নিতে চেয়েছেন জেমি ডে। কোচ বলেন, ‘ওরা ভালো অ্যাথলেট। নিজেদের খেয়াল রাখে। ছেলেদের যে পর্যায়ে পাওয়া দরকার ছিল, সেই পর্যায়ে পেয়েছি। আমাদের হাতে তিন সপ্তাহ সময় আছে, এর মধ্যে আমাদের নিশ্চিত করতে হবে খেলার আগে ফিটনেসের দিক থেকে ওরা সেরা অবস্থায় আছে।’ টেস্টের ফলাফল নিয়ে এই বৃটিশ কোচ বলেন, ‘ছেলেরা কী অবস্থায় আছে জানতে আজ (গতকাল) সকালে ইয়োইয়ো টেস্ট করানো হয়েছে। কয়েক দিনের বিরতি ছিল, আগের অবস্থায় ফিরতে একটু সময় লাগবে। আগামী পাঁচ দিন এটা নিয়েই কাজ করবো। এরপর স্কোয়াড ২৫ জনে নামিয়ে আনা হবে।’
প্রথম ম্যাচের আগে কাজ করার জন্য তারপরও ১২ দিনের মতো সময় থাকবে। চোটের কারণে ক্যাম্পে যোগ দেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে নতুন খেলোয়াড় ডাকার পরিকল্পনা নেই জেমির। ক্যাম্পে যে ৩২ জন আছে, তাদের ওপরই আস্থা রাখছেন জেমি। তিনি বলেন,‘আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলে নির্বাচিত হতে হলে অবশ্যই খেলোয়াড়দের ফিটনেস একটা নির্দিষ্ট পর্যায়ে থাকা প্রয়োজন। আমি মনে করি, ছেলেরা সেই পর্যায়ে আছে। যদি কেউ না থাকে, তাহলে আমরা পরের সপ্তাহে আবার ইয়োইয়ো টেস্ট করাবো। তবে এই মুহূর্তে মনে হচ্ছে, সবাই ভালো অবস্থায় আছে। নতুন কোনো খেলোয়াড় ডাকার ভাবনা নেই’। সূচি অনুযায়ী কাতারে আগামী ৩রা জুন আফগানিস্তান, ৭ই জুন ভারত এবং ১৫ই জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানের দুশানবেতে (নিরপেক্ষ ভেন্যু) অ্যাওয়ে ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। ভারতের বিপক্ষে কলকাতায় জিততে জিততে ১-১ গোলে ড্র করা ম্যাচটি হয়েছিল অক্টোবরে। আর নভেম্বরে ওমানের বিপক্ষে মাসকাটে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status