খেলা

আর্জেন্টিনা দলে ফিরলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:৫২ অপরাহ্ন

আর্জেন্টিনা দলে ফিরলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে দলে সুযোগ পাননি জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা। দীর্ঘ বিরতির পর আগামী মাসে আবারও বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এজন্য গতকাল দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচ হয়েছে সেই নভেম্বরে। এরপর গেল মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা থমকে যায় করোনাভাইরাসের ছোবলে। দক্ষিণ আমেরিকায় তখন করোনা মহামারির প্রভাব বেড়ে গিয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় অনেক দেশেই লাল তালিকাভুক্ত করে দেয়া হয়েছিল দক্ষিণ আমেরিকার এসব দেশকে। সেসব দেশ থেকে ফিরলেই যেতে হতো বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে। এ কারণে  ইউরোপের শীর্ষ ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে চায়নি। পিছিয়ে যায় বিশ্বকাপ বাছাইও। আগামী জুনের শুরুতে আবারও মাঠে গড়াচ্ছে বাছাইপর্ব। আগের চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা আগামী ৪ঠা জুন নিজেদের মাঠে চিলির মুখোমুখি হবে। এর চার দিন পর কলম্বিয়ার আতিথ্য নেবে মেসি বাহিনী। সেই দুই ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোটের কারণে গত নভেম্বরে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলতে না পারা সার্জিও আগুয়েরো ফিরেছেন দলে। লিওনেল মেসি তো আছেনই, সঙ্গে আছেন ইন্টার মিলানকে ১০ বছর পর লীগ জেতানো ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। তবে আগুয়েরোর কাছে জায়গা হারিয়েছেন দিবালা। তার ক্লাব জুভেন্তাস চলতি মৌসুমে খাবি খেয়েছে ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে। সুযোগ খুব একটা পাননি, তবে যেটুকু পেয়েছিলেন তাতেও দিবালা ছিলেন নিজের ছায়া হয়ে। দল ঘোষণার আগে করোনাভাইরাসে আক্রান্ত হন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। এতে সুযোগ আসে ইংলিশ প্রিমিয়ার লীগে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), হুয়ান মুসো (উদিনেস)। ডিফেন্ডার: নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নাহুয়েল মোলিনা (উদিনেস), ক্রিশ্চিয়ান রোমেরো (আতালান্তা), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), হোসে লুইস পালোমিনো (আতালান্তা), হেরমান পেজ্জেয়া (ফিওরেন্তিনা)। মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম), নিকোলাস ডমিঙ্গেজ (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো পাপু গোমেজ (আতালান্টা), আনহেল ডি মারিয়া (পিএসজি), লুকাস ওকাম্পোস (সেভিয়া), এমিলিয়ানো বুয়েন্দিয়া (নরউইচ সিটি)। ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোরেয়া (ল্যাজিও), লুকাস আলারিও (লেভারকুসেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status