কলকাতা কথকতা

দিনভর নাটকীয়তা, জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের ৩ নেতা ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (অডিও)

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা থেকে

১৭ মে ২০২১, সোমবার, ৮:৪৩ অপরাহ্ন

দিনভর নাটকীয়তার পর বিকালে তৃণমূল কংগ্রেসের তিন নেতা ও প্রাক্তন মেয়রকে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ও বিধায়ক মদন মিত্রের জামিন মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় রায় পড়ে শোনান বিচারপতি অনুপম মুখোপাধ্যায়। সি বি আই কার্যত আদালতে দশ গোল খেল তৃণমূল কংগ্রেসের সঙ্গে।

নারদ কাণ্ডে স্টিং অপারেশনে টাকা নেয়ার অভিযোগে সোমবার ভোরে গ্রেপ্তার হন চার হেভিওয়েট নেতা। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এর মধ্যে ফিরহাদ ও সুব্রত মমতা মন্ত্রিসভার সদস্য। মদন মিত্র বিধায়ক। শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র। সকালে প্রত্যেকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ টিম গিয়ে আটক করে এদের। নিয়ে যাওয়া হয় মধ্য কলকাতার নিজাম প্যালেসে। সেখানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপরই বিক্ষোভে উত্তাল হয় কলকাতা। চেতলায় পথ অবরোধ, নিজাম প্যালেসের সামনে জনরোষ, গেট ভাঙার চেষ্টা, বাদ-প্রতিবাদে মুখর হয়ে ওঠে কলকাতা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সাড়ে দশটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে পনেরো তলায় সিবিআই’র এন্টি করাপশন বিভাগের লিফটের সামনে বসে পড়ে বলেনÑআমাকে গ্রেপ্তার করুন। কারণ নেতাদের গ্রেপ্তার বেআইনি। সিআরপিসি’র ৪১ ধারা অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারের আগে নোটিশ দেয়া হয়নি। নিজাম প্যালেসের সামনে তখন জনতা উত্তাল। টায়ার জ্বলছে, চলছে গেট ভাঙার চেষ্টা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী লাঠি চালায়। রাজভবন অবরোধ করার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। গেটের উপর উঠে পড়েন অনেকে। ক্রুদ্ধ রাজ্যপাল তখন একের পর এক টুইট করছেন। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। এর দায় রাজ্যকে নিতে হবে। পরিস্থিতি বেগতিক দেখে সিবিআই সিদ্ধান্ত নেয় ভার্চ্যুয়াল পদ্ধতিতে অভিযুক্তদের পেশ করার। নারদ মামলায় ভার্চ্যুয়াল পদ্ধতিতে চার্জশিট পেশ করা হয়। সিবিআইএ’র আইনজীবীরা গ্রেপ্তার হওয়া চারজনের ১৪ দিনের জেল হেফাজত চাওয়া হয়। বলা হয় যে, অভিযুক্তরা প্রভাবশালী। বাইরে থাকলে এরা সাক্ষীদের প্রভাবিত করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status