বাংলারজমিন

মৌলভীবাজারে সেই শিশুদের চিকিৎসায় জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:৩১ অপরাহ্ন

মৌলভীবাজারে যমজ জোড়া লাগানো দুই কন্যা শিশুকে আলাদা করতে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। নবজাত শিশু দু’টির বাবা দরিদ্র পান দোকানদার জুয়েল আহমদের হাতে গতকাল ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় জেলা প্রশাসক পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, শিশুদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার সহায়তা দেন। উল্লেখ্য, মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে ৫ই মে দুই যমজ কন্যা শিশুর জন্ম হয়। দুইবোনের বুক ও পেট একসঙ্গে জোড়া লাগানো। তবে তাদের মাথা, হাত, পা, মুখ ও অন্যান্য অঙ্গ আলাদা। তাদের আলাদা করতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। যমজ শিশুদের পিতা জুয়েল আহমদ বলেন, দুইবোন সুস্থ আছে। এখনো অন্য কোনো সমস্যা দেখা দেয়নি। ঠিকমতো প্রস্রাব-পায়খানা করছে। প্রথমে একদিন মুখে মায়ের বুকের দুধ দেয়া হয়েছিল। তারা সেটা খেয়েছে। এখন স্যালাইন দেয়া হচ্ছে। জুয়েল আহমদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এখন আমরা সে অপেক্ষায় আছি। যমজ দুইবোনের বাবা জুয়েল আহমদ জানান, তাদের গ্রামের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার শমমেরনগর গ্রামের সিঙ্গরাউলি গ্রামে। পেশায় তিনি পান দোকানদার। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির চার বছরের আরেকটি কন্যা শিশু রয়েছে। জুয়েল আহমদ জানান, মেয়ে দু’টির চিকিৎসার সামর্থ্য তাদের নেই। তাই তিনি দুই মেয়ের সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status