বিনোদন

মিথিলার কড়া জবাব

স্টাফ রিপোর্টার

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:২০ অপরাহ্ন

বিবাহ বিচ্ছেদের দীর্ঘ সময় পর সম্প্রতি তাহসান খানের সঙ্গে একটি বিশেষ শোতে হাজির হয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। সেখানে সাইবার বুলিংসহ নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করেন দু’জনেই। তবে এ নিয়ে বাজে মন্তব্যের শিকার হয়েছেন মিথিলা। সেই সব বাজে মন্তব্যকারীদের নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। দিয়েছেন কড়া জবাব। মিথিলা বলেন, ইভ্যালির একটি ফেসবুক লাইভে তাহসান এবং আমি একসঙ্গে হাজির হয়েছিলাম। যেহেতু আমরা দু’জনেই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা এখন ৫ বছরেরও বেশি সময় ধরে জনসম্মুখে উপস্থিত হইনি। এটি একটি কারণের সঙ্গে পেশাদার বাগদান ছিল, তাই আমরা এই শো করার সিদ্ধান্ত নিয়েছি। শো শেষের দিকে সাইবার বুলিং এবং হয়রানি বন্ধের জন্য আমরা সেখানে একটি বার্তা দিতে চেয়েছিলাম। আমরা ভক্তদের কাছ থেকে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আশ্চর্য্যের বিষয় হলো- আমাদের কিছু সহকর্মী/পীর/শিল্পের মানুষ/সেলিব্রেটিরা এটা খুব ভালোভাবে নিতে পারেননি। তারা আমাদের গালি দিতে চেষ্টা করেছেন। তাদের মধ্যে একজন লিখেছে, বিয়ে-ডিভোর্স সব নাকি বেচে দিলাম। আমি ভাবছি আমি কীভাবে এটা করেছি! তাহলে আপনি কি আশা করেন? দু’জন মানুষ বিবাহ বিচ্ছেদের পর কয়েক বছর পেশাগতভাবে জড়িত হতে পারবে না? পাবলিক ফিগার তাদের বিবাহ সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ গোপন করবে? ডিভোর্স দম্পতিরা বাকি জীবন একে অপরের শত্রু থাকবে? কেন তারা এটা করবে। এগুলো অপরাধ নয়। এটা কি স্বাভাবিক হবে? আর ভাই বেচলেও আপনার তো কিছু বেচি নাই। আপনার প্রবলেম কি! (আমি আশা করি আপনি বিদ্রূপ বুঝতে পারছেন)। সবশেষ মিথিলা বলেন, প্রিয় তথাকথিত শিক্ষিতরা নিজেকে একটু বেশি শিক্ষিত করে ডিভোর্সে ট্যাবু থেকে মুক্তি পান। এদিকে ঈদ উপলক্ষে বিশেষ কিছু নাটক প্রচারিত হয়েছে মিথিলার। এ ছাড়া ছোট পর্দা পেরিয়ে মিথিলা যাত্রা শুরু করেছেন বড় পর্দায়েও। তার প্রথম ছবির নাম ‘অমানুষ’। পরিচালনা করছেন অনন্য মামুন। ছবিতে মিথিলার বিপরীতে আছেন নিরব। সম্প্রতি ছবিটির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে মিথিলার লুক রহস্য সৃষ্টি করেছে দর্শকদের মনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status