বাংলারজমিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহে আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২০২১-০৫-১৮

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল দুপুরে  প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ৪০টি ছবি নিয়ে টাউন হল করিডোরে  আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধনকালে মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে রচিত হয়েছিল সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছি। আন্তর্জাতিক নানা সূচকে বাংলাদেশের অর্জন আজ ঈর্ষণীয়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সম্ভব বাংলাদেশকে উন্নত দেশের স্বপ্নের বাস্তবায়ন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status