বাংলারজমিন

সংবাদ সম্মেলনে অভিযোগ

সিলেটে প্রবাসীর ভবন নির্মাণে বাধা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:১৫ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. ফখরুজ্জামান স্থানীয় একটি ভূমিখেকো চক্রকে চাঁদা না দেয়ায় নিজের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাধা দিচ্ছে। ভবনের পাইলিং, বেজম্যান্ট ও পিলারের কাজ প্রায় শেষ পর্যায়ে আসা মাত্রই বড় অঙ্কের চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিতে হুমকি দেয় স্থানীয় তিরাশীগাঁও গ্রামের দনজা আলী ওরফে নজব আলীর ছেলে রইছ আলী, রইছ আলীর ছেলে লিলু মিয়াসহ তাদের সহযোগীরা। গতকাল  দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন প্রবাসী মো. ফখরুজ্জামানের ফুপাতো ভাই মো. জাবেদ মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জাবেদ মিয়া উল্লেখ করেন, শিশু বয়সে যুক্তরাজ্য গিয়েছিলেন মো. ফখরুজ্জামান। তবে দেশ ও স্বজনদের টানে তিনি প্রায়ই নিজ জন্মস্থানে ফিরে আসেন। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. জনাব আলীর ছেলে তিনি। মো. ফখরুজ্জামান ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোগলাবাজার থানা এলাকার তিরাশীগাঁও মৌজায় ১০৬৪, ১০৬৩, ১০৬২, ১০৬১ দাগের ৩১ শতক জায়গা। যার খতিয়ান নম্বর এস.এ ৭৫ এবং জে.এল. নম্বর: ১৭৯ খরিদ করে মালিক হন। জায়গাটি ক্রয় করার পর থেকে তিনি ভোগদখল করে আসছেন। তিনি যুক্তরাজ্য থাকার কারণে এই জায়গার দেখাশোনার দায়িত্ব দেন ফুপাতো ভাই মো. জাবেদ মিয়াকে এবং ভূমিতে নির্দেশ দেন একটি ৩ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু করতে। তার কথামতো কাজ শুরু করেন মো. জাবেদ মিয়া। ভবনের পিলার ও নিচের পাইলিং এবং বেজম্যান্টের কাজ প্রায় শেষ পর্যায়ে আসামাত্রই বড় অঙ্কের চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিতে হুমকি দেয় স্থানীয় ওই ভূমিখেকো চক্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status