বাংলারজমিন

সওজ’র জায়গা দখল করে বাড়বকুণ্ডে প্রতিষ্ঠান নির্মাণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৮ মে ২০২১, মঙ্গলবার, ৮:১৩ অপরাহ্ন

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম মহাসড়ক সংলগ্ন সওজের জায়গা দখল করে প্রতিষ্ঠান নির্মাণ করতে যাচ্ছেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও জেকে স্টিলের মালিক মো. মীর জামাল উদ্দিন। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।  গতকাল সকাল ১১টার দিকে সরজমিন গেলে স্থানীয়রা অনেকে ক্ষোভের সঙ্গে বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল এভাবে প্রতিষ্ঠান নির্মাণ করে যাচ্ছেন জেকে স্টিল নামের একটি প্রতিষ্ঠান, বিষয়টি দেখার কেউ নেই। দখল বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও জেকে স্টিলের মালিক মো. মীর জামাল উদ্দিন বলেন, সওজের জায়গা আরো ২-৩ বছর আগে দখল করেছি তাতে কী হয়েছে! দখল বিষয়টি জানতে চাইলে, সীতাকুণ্ড সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন মানবজমিনকে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status