বাংলারজমিন

‘সরকারের সদিচ্ছার অভাবেই বেগম জিয়ার জীবনাশঙ্কা দেখা দিয়েছে’

স্টাফ রিপোর্টর, ঠাকুরগাঁও থেকে

১৭ মে ২০২১, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সদিচ্ছার অভাবেই দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকদের মতে তার জীবন অত্যন্ত সংকটাপন্ন। অথচ একটি সম্পূর্ণ মিথ্যা মামলার অজুহাতে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হলো না। যে ধারায় খালেদাকে মুক্তি দেয়া হয়, সে ধারার কোনো অংশেই এটা বলা নেই যে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি প্রয়োজনে বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। ফখরুল আরো বলেন, হাইব্রিড ধান, হাইব্রিড মুরগির মতো দেশে এখন একটি হাইব্রিড রিজিম চলছে। এরা আইন, গণতন্ত্র, নির্বাচন সবকিছুকে নিজেদের মতো করে ব্যবহার করছে। যাতে করে সবকিছু তারাই নিয়ন্ত্রণ করতে পারে। দেশে একটি কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় সালাম গেস্ট হাউজের সভাকক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঠাকুরগাঁও ইউনিট সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ দেশের স্বাধীনতার সবগুলো মূল্যবোধকেই পায়ে পিষে মেরেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ দেশে এখন সবচাইতে বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আইনজীবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আইনজীবী সমিতিগুলোর নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে তিনি সকল আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের সবগুলো স্তম্ভকেই নষ্ট করে দিয়েছে। নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রহসনে পরিণত করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এনতাজুল হকসহ আইনজীবী, বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status