খেলা

হামজার প্রতি ফিলিস্তিন সরকারের কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০২১, সোমবার, ৮:৩৪ অপরাহ্ন

দখলদার ইহুদিদের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ এখন প্রতিদিনের চিত্র। ইসরাইলের এমন নৃশংসতার পরেও নীরব ভূমিকায় বিশ্ব নেতারা। তবে ক্রীড়াঙ্গনের অনেক তারকা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন। এবার প্রতিবাদের ভিন্ন ভাষা বেছে নিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। রোববার রাতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ এফএ কাপের শিরোপা জেতে লেস্টার সিটি। একই সঙ্গে প্রথমবার কোনো এফএ কাপ শিরোপা জয়ে নাম ওঠে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো খেলোয়াড়ের। শিরোপাজয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে হামজা তুলে ধরেন ফিলিস্তিনি পতাকা, প্রতিবাদ জানান দেশটিতে চলমান ইসরাইলি হামলার। হামজার প্রতিবাদের ছবি বড় করে ছাপা হয় বিশ্ব মিডিয়ায়। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মমতার এমন প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠিতে লেখা হয়েছে, ‘এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status