বাংলারজমিন

সিলেটে ডা. রিফা করোনায় আক্রান্ত হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ মে ২০২১, সোমবার, ৮:১১ অপরাহ্ন

সিলেটের সামাজিক অঙ্গনের পরিচিত মুখ ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার কারণে তার অক্সিজেন সাপোর্ট লাগছে। ডা. রিফার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা। সিলেটে স্বনামধন্য চিকিৎসক ডা. এম আহমদের দ্বিতীয় ছেলে ডা. রিফা। তিনি সিলেটের মাঞ্চুরিয়া গ্রুপের চেয়ারম্যান ও মিয়া ফাজিলচিস্ত মসজিদের মোতাওয়াল্লি। চলতি মাসে প্রথমে জ্বরে আক্রান্ত হন ডা. রিফা।
সিলেটে তার নমুনা টেস্ট করা হলে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর সিলেটের চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিলেন। ৫ই মে থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ৭ই মে ডা. রিফাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে- ডা. রিফার করোনামুক্তি কামনা করে সিলেটে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status