বাংলারজমিন

গোয়াইনঘাটে পর্যটকদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১৭ মে ২০২১, সোমবার, ৮:১০ অপরাহ্ন

সরকারের নির্দেশনা অমান্য করে লকডাউন চলমান অবস্থায় সিলেটের গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহে পর্যটক-দর্শনার্থীর আগমনকে বন্ধ রেখেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ সিলেটের জাফলং সাব জোনের অফিসার ইনচার্জ রতন শেখের নেতৃত্বে ঈদুল ফিতরের দিন হতে গতকাল পর্যন্ত পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন স্থান হতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা পর্যটক- দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় এলাকার পর্যটক- দর্শানার্থীদের জাফলং জিরো পয়েন্ট, সংগ্রাম বিজিবি ক্যাম্প ও আশপাশ এলাকা, আদিবাসী খাসিয়া পল্লী ও জাফলং চা বাগান এলাকায় কোনো ধরনের পর্যটক সমাগম করতে দেয়নি ট্যুরিস্ট পুলিশ। গত শুক্রবার ঈদুল ফিতরের দিনে শুরু হওয়া ট্যুরিস্ট পুলিশের সাব জোনের কর্মকর্তা ও সদস্যদের কড়াকড়ির কারণে সিলেট তামাবিল মহাসড়কের গুচ্ছগ্রাম পয়েন্ট, গোয়াইনঘাটের বঙ্গবীর পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা পর্যটকবাহী সব ধরনের যানবাহন ফিরিয়ে দিচ্ছে। অস্থায়ী টহল টিম পয়েন্টে পয়েন্টে বসিয়ে পুলিশের পক্ষ থেকে পর্যটকদের ফিরিয়ে দেয়া এবং লকডাউন চলাকালীন সময় গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। গতকাল সরজমিন জাফলং পর্যটন এলাকার গুচ্ছগ্রাম পরিদর্শনকালে দেখা যায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম। ঈদ কেন্দ্রিক জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের বহনকারী বাস, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলসমূহের গতিরোধ করা হচ্ছে। পর্যটকবাহী এসব যানবাহনকে গতিরোধ করে পুনরায় একই রোড দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। ক্লান্ত অনেক পর্যটকদের কোমল ঠাণ্ডা পানিও পান করাতেও দেখা যায় পুলিশ সদস্যদের। এ ব্যাপারে কথা হলে জাফলং পর্যটন পুলিশের সাব জোনের অফিসার ইনচার্জ রতন শেখ জানান, সরকারের নির্দেশনা অমান্য করে গোয়াইনঘাটে বেড়াতে আসা পর্যটকদের কাফেলা যানবাহনের গতিরোধ করে তা আবার ফিরিয়ে দেয়া হচ্ছে। করোনার সংক্রমণরোধ ও সৃষ্টসমূহ ক্ষতি থেকে গোটা এলাকাকে সুরক্ষিত রাখতে লকডাউন চলাকালীন সময়ে কোনো ক্রমেই পর্যটক-দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হবে না। সরকারি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবক’টি পর্যটন স্পটে পর্যটন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধ এবং এর প্রকোপের কারণে জনসাধারণের মৃত্যু টেকাতে জনসচেতনতায় সরকার লকডাউন ঘোষণা করে সবক’টি পর্যটন স্পটের পর্যটক-দর্শনার্থী আনাগোনা রেখেছেন। গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহে পর্যটক আগমন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্পটে জনসচেতনতা সৃষ্টি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status