বাংলারজমিন

মৌলভীবাজারে সংক্রমণের ঝুঁকি নিয়েই দিনভর প্রাণবন্ত আড্ডা

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে

১৭ মে ২০২১, সোমবার, ৮:০৪ অপরাহ্ন

 বলা চলে বিকল্প পর্যটন স্পট। ঈদে জেলাজুড়ে হঠাৎ আবিষ্কৃত অখ্যাত নামমাত্র ওই স্পটগুলোতেও দৃশ্যমান ছিল মানুষের ভিড়। ওখানেও ছিলনা স্বাস্থ্যবিধির কোনো বালাই। করোনার ঝুঁকি নিয়েই দিনভর চলে সেলফিবাজি আর প্রাণবন্ত আড্ডা। প্রতিবছরই সঙ্গত কারণে ঈদে ভিড় বাড়ে এ জেলার পর্যটন স্পটগুলোতে। ওখানকার মনোরম প্রকৃতি কাছে টানে পর্যটকদের। এটাই পর্যটন অধ্যুষিত এ জেলার ঐতিহ্য। কিন্তু গেল বছর থেকে এ নিয়মের ঘটছে ব্যত্যয়। কারণ মহামারি ও লকডাউনে পর্যটন স্পট পরিদর্শনে রয়েছে বিধিনিষেধ। এ বছরও একই কড়াকড়ি। করোনার সংক্রমণ ঠেকাতে গণপরিবহন রয়েছে বন্ধ। তারপরও ঈদকে উপলক্ষ্য করে ঘরবন্দি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে প্রকৃতির কাছাকাছি থাকতে চায়। প্রকৃতির মানসকন্যা হিসেবে পরিচিত এ জেলায় ঘুরতে চায়। কিন্তু করোনায় নেই সেই সুযোগ। তাই উপায়ন্ত না দেখে তারা তাৎক্ষণিক বেছে নেয় বিকল্প পর্যটন স্পট। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা মহামারির সক্রমণ ঠেকাতে মাধবকুণ্ড জলপ্রপাত, জাতীয় উদ্যান লাউয়াছড়াসহ জেলার সবক’টি পর্যটন স্পট বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগের প্রজ্ঞাপনটি বলবৎ থাকবে। এমনাবস্থায় জেলার ছোট বড় পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় দর্শনার্থীদের বিকল্প পর্যটন স্পট বের করে একটু স্বস্তির নিঃশ্বাসের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। জেলার স্বনামধন্য পর্যটন স্পটগুলোতে গিয়ে মলিন মুখে ফেরার পথে ওইসব স্পটের আশপাশে নিজেরাই আবিষ্কার করেন এসব অস্থায়ী পর্যটন স্পট। আর সেখানেই খোঁজেন একটু প্রশান্তি। জেলার সবক’টি উপজেলার বড় সড়কের পাশের চা বাগান, রাবার বাগান, পাহাড়ি পথ, পাহাড়ি টিলা, নদীর পাড়, গ্রামীণ সড়ক, খেলার মাঠ, হাওরের তীরঘেঁষা সড়ক, ব্রিজ, কালভার্ট, পিচঢালা বড় সড়কের পাশের গাছতলায় নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। ওখানে আগন্তুকদের মুঠোফোনে সেলফি আর আড্ডায় বেশ জমে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান- এসব স্থানে কোনোদিনও মানুষের এতো জটলা দেখেননি তারা। করোনাকালীন জেলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকায় এসব অখ্যাত স্থানই হয়ে ওঠে বিকল্প পর্যটন স্পট। ওই স্থানগুলোতে আসা অনেকেই জানান, ঈদের ছুটি আর ঘরবন্দি একপেশে মনোভাব কাটাতে অনেকটা ঝুঁকি জেনেও ওখানে পরিবারের সদস্যসহ এসেছেন। মূল স্পটগুলো বন্ধ তারপরও তাদের আগমনে জেলার অর্ধশতাধিক পর্যটন স্পটের আশেপাশের এলাকা বেশ জমজমাট হয়ে ওঠে। এছাড়াও ট্রাক-মিনি ট্রাক সাজিয়ে সড়কে সড়কে ঘুরে নাচে গানে ফুর্তিতে মেতে উঠতে দেখা যায় তরুণদের। তারা জানালেন, পর্যটন স্পট বন্ধ থাকায় ঈদে এটাই তাদের করোনাকালীন মন ভালো রাখার বিকল্প আয়োজন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ জেলায় প্রতিবছর প্রায় দুই লক্ষাধিক পর্যটক ঘুরতে আসেন। এই খাত থেকে সমৃদ্ধ হয় রাজস্ব আয়। কিন্তু গেল বছর থেকে এ শিল্পে করোনার কারণে দুর্দশা চলছে। তবে পরিস্থিতির উন্নতি হলে এ জেলার পর্যটন স্পটগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। আর ওই স্থানগুলো আরো আর্কষণীয় করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status