বাংলারজমিন

আসামিকে ধরতে না পেরে ছেলে ও পুত্রবধূকে পিটিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি

১৭ মে ২০২১, সোমবার, ৭:৪৬ অপরাহ্ন

চুরি মামলার আসামি ধরতে না পেরে আসামির ছেলে ও পুত্রবধূকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশের এস আই অজিত ও এএসআই সাইদুলের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই দম্পতির ৩ মাস বয়সের কোলের শিশুকে ছুড়ে মাটিতে ফেলে দেয়ার অভিযোগও করেছে ভুক্তভোগীরা। এমন অমানবিক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই পুলিশ সদস্যকে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। গত শনিবার সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থানার এস আই অজিত ও এএসআই সাইদুল গত শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে সাদা-পোশাকে চরমানিকদাহ গ্রামের কাইয়ুম মোল্লাকে ধরতে তার বাড়িতে যায়। টের পেয়ে কাইয়ুম পালিয়ে যায়। এতে এএসআই সাইদুল ও এস আই অজিত ক্ষিপ্ত হয়ে কাইয়ুমের ছেলে ইনছান মোল্লাকে (২৫) বাঁশ দিয়ে বেধড়ক পেটান। এ সময় ইনছানের স্ত্রী আসমা ঠেকাতে গেলে পুলিশ তাকেও লাথি মেরে ফেলে দিয়ে মারপিট করেন এবং তার কোলে থাকা ৩ মাস বয়সের শিশুকে ছুড়ে ফেলে দেন। এ দৃশ্য কয়েকজন মোবাইল ফোনে ধারণ করলে এএসআই সাইদুল তাদেরকে গালিগালাজ করে ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নেন। ধারণকৃত সব দৃশ্য মোবাইল থেকে মুছে ফেলেন। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই দুই পুলিশ সদস্যকে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা মোটরসাইকেল রেখে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে থানা থেকে অন্য পুলিশ গিয়ে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে বলে জানান আসামির স্ত্রী নূপুর বেগম। হাসপাতালে ভর্তি আহত আসমা অভিযোগ করে বলেন, গেঞ্জি ও হাফ শার্ট পরিহিত দুইজন লোক বাড়িতে এসে পুলিশ পরিচয় দেয়। তারা আমার শ্বশুরকে ধরতে এসেছে বলে জানায়। শ্বশুরকে ধরতে না পেরে তারা আমার স্বামীকে বাঁশ দিয়ে পেটাতে থাকে। আমি কিছু বুঝতে না পেরে ওই পুলিশের পা জড়িয়ে ধরি। তখন তিনি আমাকে লাথি মেরে ফেলে দিয়ে আমার কোলে থাকা ৩ মাসের ছেলেকে ছুড়ে ফেলেন এবং আমাকেও মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি ওই পুলিশ সদস্যের বিচার চাই। এ ব্যাপারে এএসআই সাইদুল ইসলাম জানান, কাইয়ুম মোল্লা চুরি-মামলার আসামি। সোর্সের মাধ্যমে খবর পেয়ে তাকে ধরতে পোশাক ছাড়াই সেখানে গিয়েছিলাম। এস আই অজিতের বিষয়ে কথা বলতেই এড়িয়ে যান কর্তব্যরত ডিউটি অফিসার।
এদিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, পুলিশের কাছে আটক চুরি মামলার আসামিকে ছাড়িয়ে নিতে আসামির লোকজন এএসআই সাইদুলের হাতে কামড় দেয়। এ সময় আসামি পালিয়ে যায়। পরে একে অপরের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু মারপিটের কোনো ঘটনা ঘটেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status